E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নাগরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৩

২০১৭ সেপ্টেম্বর ১৩ ১৫:০৭:৩০
নাগরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৩

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ।

গত মঙ্গলবার বিকেলে উপজেলার বারিন্দা বাজার ও আগদিঘুলিয়া থেকে এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে-মানরা গ্রামের মো. পাহলীর ছেলে যাবৎ জীবন সাজা প্রাপ্ত মো. রফিক (৪০), আগদিঘুলিয়া গ্রামের মো. আরমান আলীর ছেলে মো. রাশেদ মিয়া (২৮) ও মৃত. হাতেম আলীর ছেলে মো. হাসমত আলী (৪৫)। গ্রেফতারকৃতদেরকে বুধবার সকালে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, উপজেলার মানরা গ্রামের মো. পাহলীর ছেলে মো. রফিক (৪০) মানিকগঞ্জের সাটুরিয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় যাবৎ জীবন সাজা প্রাপ্ত হয়। যার সাটুরিয়ার থানার জি আর মামলা নং ১৪১/০৩। সে দীর্ঘদিন আত্মগোপন করে ছিল। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহজাহানের নেতৃত্বে একদল পুলিশ বারিন্দা বাজার এলাকা থেকে পলাতক আসামী রফিককে গ্রেফতার করে।

অপর দিকে মঙ্গলবার রাতে নাগরপুর থানার এসআই সজল খান, এসআই শাহজাহান ও এএসআই জাহাঙ্গীর আলম অভিযান চালিয়ে উপজেলার আগদিঘুলিয়া গ্রাম থেকে মাদক মামলার ওয়ারন্টভূক্ত আসামী মো. রাশেদ মিয়া ও মো. হাসমত আলীকে গ্রেফতার করেন।

(আরএসআর/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test