E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কালকিনিতে ২ হাজার কেজি জাটকা উদ্ধার, ৪ মাছ ব্যবসায়ীকে জরিমানা

২০১৭ সেপ্টেম্বর ১৩ ১৯:১১:১৮
কালকিনিতে ২ হাজার কেজি জাটকা উদ্ধার, ৪ মাছ ব্যবসায়ীকে জরিমানা

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার মিয়ারহাট এলাকায় থেকে বুধবার সকালে র‌্যাব-৮ এর বিশেষ অভিযানে ২ হাজার কেজি জাটকাসহ ৪ জনকে আটক করা হয়।

আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিন।

র‌্যাব-৮ সূত্রে জানা যায়, গোপণ সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর মাদারীপুরের কমান্ডার মেজর মো. রাকিবুজ্জামানের নেতৃত্বে একটি দল মাদারীপুরের কালকিনি উপজেলার মিয়ারহাট এলাকায় জাটকা বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় সাগর থেকে আসা জাটকা ভর্তি ২টি ট্রলার জব্দ করা হয়। ট্রলার থেকে ২ হাজার কেজি জাটকাসহ ৪ জনকে আটক করা হয়।

আটকরা হলেন মো. সেলিম (২৫), মো. কাহিন (৩৫), ইমদাদুল হক ( ২৮) ও বেলাল হোসেন (২২)। আকটদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। উদ্ধারকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও মাদ্রাসার গরীব-অসহায় ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়।

র‌্যাব-৮ এর মাদারীপুরের কমান্ডার মেজর মো. রাকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এএসএ/এএস/সেপ্টেম্বর ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test