E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কেন্দুয়ায় উলামা পরিষদের উদ্যোগে বিশাল মানববন্ধন

২০১৭ সেপ্টেম্বর ১৫ ১৯:০৭:৫৫
কেন্দুয়ায় উলামা পরিষদের উদ্যোগে বিশাল মানববন্ধন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : মিয়ানমারে রাষ্ট্রীয় গণহত্যার প্রতিবাদে নেত্রকোনার কেন্দুয়া উপলামা পরিষদের উদ্যোগে তৌহিদী জনতা শুক্রবার বেলা ২ টা উপজেলা পরিষদ চত্বরে এক বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধন কর্মসূচীর সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা উলামালীগের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ। উলামা পরিষদের সদস্য সচিব মাওলানা হারুনুর রশীদ ফারুকীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন নেত্রকোনা-৩ আসনের এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: নুরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ভূঞা, মাওলানা মোকারম হোসেন, মাওলনা আবু উমর আব্দুন নূর ফারুক, মাওলনা মোনায়েম খন্দকার, মাওলনা আব্দুল হালিম প্রমুখ। সমাবেশে বক্তাগণ রোহিঙ্গাদের ওপর গণহত্যা বন্ধের দাবী জানায় সেই সঙ্গে বিশ্বনেতৃীবৃন্দের কাছে শান্তিতে নোবেল বিজয়ী অং সাং সূচীর নোবেল পুরস্কার প্রত্যাহার করে নিয়ে মানবতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করার দাবী তোলেন।

(এসবি/এএস/সেপ্টেম্বর ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test