E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মাওঃ হারুন অর রশীদের কান্ড

২০১৭ সেপ্টেম্বর ১৭ ১৫:৩১:৫৫
মাওঃ হারুন অর রশীদের কান্ড

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : স্বামী কর্তৃক নির্যাতিতা মিরা আক্তার পুত্র সন্তানের জননী হলেন শনিবার বিকেলে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের মাদুরপাড় গ্রামের মাওঃ হারুন অর রশীদ এর স্ত্রী মিরা আক্তার তার স্বামীকে দ্বিতীয় বিবাহ করতে বাধা দিলে, তার স্বামী মিরার ৯ মাসের গর্ভের সন্তান নষ্ট করার চাপ দিতে থাকে। এমতবস্থায় হারুন অর রশীদের পিতা সেলিম শেখ ও পরিবারের লোকজন মিরা বেগমকে মারপিট করে অন্তঃস্বত্তা স্ত্রীকে শুক্রবার বাড়ী থেকে বের করে দেয়।

অসহায় মিরা বাকলজোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউ,পি সদস্য শামীম মিয়ার দারস্ত হলে ইউপি সদস্য তাকে আশ্রয় দেন। ঐ দিনই ইউপি সদস্য স্থানীয় জণগনের সহায়তায় দুর্গাপুর থানায় মিরা আক্তার নিয়ে আসেন। মিরা আক্তার বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। এরপর শনিবার বিকাল ৫টায় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুত্র সন্তানের জন্ম দেয় অসহায মিরা। স্বামী সহ শশুড় বাড়ীর লোকজন তাকে কোন সহায়তা করাতো দূরের কথা তাকে দেখতেও আসেননি।

জানা যায়, স্বামী মাওঃ হারুন-অর-রশীদ পাশ্ববর্তী কলমাকান্দা উপজেলার শেওড়াগঞ্জ মাদ্রাসায় চাকুরী করেন। দ্বিতীয় বিয়েতে স্ত্রী মিরা আক্তারের জোড়ালো আপত্তি এবং সন্তান নষ্ট না করার সিদ্ধান্তে অটল থাকার পরও ধোবাউড়া উপজেলার রনসিংহপুর গ্রামে পরিবারের অন্যান্যদের সহযোগিতায় দ্বিতীয় বিবাহ করে মাদুরপাড় গ্রামের বাড়ী নিয়ে আসে।

অপরদিকে একই সমেয় মিরা পুত্র সন্তানের জন্ম দেন। অসহায় মিরা অক্তার কান্নাজড়িত কন্ঠে প্রতিবেদককে বলেন, আমার এই দুঃসময়ে প্রশাসন, মানবাধিকার এবং নারী সংগঠনগুলো যদি আমার পাশে এসে না দাড়ায় তাহলে আমি এই শিশু সন্তনকে নিয়ে কোথায় দাড়াবো?

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ এর নিকট জানতে চাইলে অভিযোগের সত্যতা স্বীকার করেন এবং বলেন অবশ্যই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

(এনএস/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test