E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে নাগরপুরে মানববন্ধন

২০১৭ সেপ্টেম্বর ১৭ ১৫:৩৫:৫০
মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে নাগরপুরে মানববন্ধন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নৃশংসতা ও গণহত্যার প্রতিবাদে এবং বাংলাদেশে আসা রোহিঙ্গাদের স্বসম্মানে ফিরিয়ে নেয়া এবং তাদের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টির দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে নাগরপুর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন ও বাঙ্গালিয়ানা সামাজিক উন্নয়ন সংঘ নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে বেবিস্ট্যান্ড ও উপজেলা মোড়ে পৃথক পৃথক ভাবে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন নাগরপুর উপজেলা শাখার সভাপতি শেখ শামসুল হক, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, সহ-সভাপতি খোরশেদুন্নাহার ভূইয়া, আওয়ামী লীগ নেতা মো. খালিদ হোসেন, ছাত্রদল নেতা গোলাম মোস্তফা গোলাম, যদুনাথ স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজ, বাঙ্গালিয়ানা সামাজিক উন্নয়ন সংঘের সভাপতি মো. হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, আমজাদ হোসেন রতন প্রমূখ।

এসময় বক্তারা মিয়ানমারে রোহিঙ্গা জনগষ্ঠির উপর নির্মম হত্যা ও নির্যাতন অবিলম্ভে বন্ধ রোহিঙ্গাদের স্বদেশে স্বসম্মানে ফিরিয়ে নিয়ে নাগরিকত্ব প্রদানসহ রাষ্ট্রিয় সকল সুযোগ-সুবিধা দেয়ার দাবী জানান। মানব বন্ধনে বাংলাদেশ মানবাধিকার কমিশন ও বাঙ্গালিয়ানা সামাজিক উন্নয়ন সংঘের সদস্যসহ উপজেলার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।

(আরএসআর/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০১৭)



পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test