E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

রোহিঙ্গা নির্যাতন-গণহত্যার প্রতিবাদে পাবনায় মানববন্ধন

২০১৭ সেপ্টেম্বর ১৮ ১৮:০১:৫৮
রোহিঙ্গা নির্যাতন-গণহত্যার প্রতিবাদে পাবনায় মানববন্ধন

পাবনা প্রতিনিধি : মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন ও নির্বিচারে গণহত্যার প্রতিবাদে পাবনায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (সোমবার) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে উত্তরণ সাহিত্য আসর, পাঠশালা ও বিএনসিপি পাবনা প্রদেশ এই কর্মসূচির আয়োজন করে।

ঘন্টাব্যাপী মানববন্ধনে মানবাধিকার কর্মী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন।

মানববন্ধন সমাবেশে বক্তারা রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যা-নির্যাতন বন্ধ সহ মিয়ানমার সরকারকে সমুচিত জবাব দেওয়ার জন্য জাতিসংঘের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

এতে বক্তব্য দেন, সাংবাদিক আখতারুজ্জামান আখতার, এবিএম ফজলুর রহমান, এমজি বিপ্লব চৌধুরী, আলমগীর কবির হৃদয়, শিশির ইসলাম প্রমুখ।

(পিএস/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০১৭)





পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test