E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

আনিসুল হকের মৃত্যুতে এলজিআরডিমন্ত্রীর শোক

২০১৭ ডিসেম্বর ০১ ১৫:০৩:১১
আনিসুল হকের মৃত্যুতে এলজিআরডিমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার সকালে ফরিদপুরের নিজ বাসায় তিনি এই শোক প্রকাশ করেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ঢাকার মেয়র হিসেবে আনিসুল হক অত্যন্ত ডায়নামিক ছিলেন। তার অকাল মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ, সমাজকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারাল। তার মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো।

মন্ত্রী আনিসুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার লন্ডন সময় ৪টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুল হক। আগামী শনিবার সকাল ১১টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আনিসুল হকের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। ওই দিনই বাদ আসর আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

ওএস/এসপি/ডিসেম্বর ০১, ২০১৭)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test