E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

পথে পথে শিবিরের বৃক্ষ বিতরণ

২০১৮ জুলাই ১৩ ১৪:৪৭:২৩
পথে পথে শিবিরের বৃক্ষ বিতরণ

স্টাফ রিপোর্টার : সারাদেশে একযোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। "গাছে গাছে সবুজ দেশ আমার সোনার বাংলাদেশ"এই শ্লোগানে কেন্দ্রীয় কর্মসূচীর

আলোকে রাজধানীতে সকাল থেকে পথে পথে মানুষের মাঝে বৃক্ষ বিতরণ করেছে শিবির মহানগরী দক্ষিণ।এছাড়াও রাজধানীর গেন্ডারিয়া এলাকায় র‍্যালি বের করে সংগঠনটি।

শুক্রবার সকালে রাজধানীর গেন্ডারিয়া রেল স্টেশন থেকে প্রত্যেক নেতাকর্মী হাতে গাছ নিয়ে দেশটাকে সবুজ করার নানান শ্লোগানে বৃক্ষরোপন অভিযান উদ্ভোধন করেন। সেখান থেকে র‍্যালি বের করে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জুরাইন মোড়ে গিয়ে শেষ করে। র‍্যালির অগ্রভাগে ছিলেন, শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক রাশেদুল ইসলাম, মহানগর দক্ষিণের সভাপতি সাফিউল আলম, সেক্রেটারী মাসুম সরকার, শিবির নেতা শরীয়ত উল্ল্যাহ, ইমাম হোসাইন, আহমদ হোসাইন রাসেল প্রমুখ। র‍্যালি থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের হাতে গাছের চারা তুলে দেয়া হয়।

এসময় শিবির নেতা রাশেদ বলেন, সবুজ বাংলাদেশ গড়ার লক্ষে ইসলামী ছাত্রশিবির যে ভূমিকা রাখছে তা সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে রাখা উচিৎ। নানা ষড়যন্ত্রে বাংলাদেশের পরিবেশকে ধবংস করার যে অপচেষ্টা চলছে তা ইসলামী ছাত্রশিবির তরুণ সমাজকে সাথে রেখে রুখে দেয়ারও ঘোষণা দেন তিনি।

(বিজ্ঞপ্তি/এসপি/জুলাই ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test