E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ড. কামাল শেখ হাসিনার ওপর প্রতিশোধ নিচ্ছেন : মেনন

২০১৮ নভেম্বর ২২ ১৭:৫১:৫২
ড. কামাল শেখ হাসিনার ওপর প্রতিশোধ নিচ্ছেন : মেনন

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ওপর ড. কামাল হোসেন প্রতিশোধ নিচ্ছেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী এবং নার্সদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

মেনন বলেন, ‘ড. কামালের কাছে নির্বাচন মুখ্য নয়; মুখ্য খালেদা-তারেকের মুক্তি। তিনি এখন বিএনপি-জামায়াতের ধানের শীষের বোঝা মাথায় নিয়েছেন। অথচ এই ধানের শীষ, আর তারেক সম্পর্কে তিনি অতীতে যা বলেছিলেন সেটা স্মরণ করলেই, জনগণের সঙ্গে তার প্রতারণা ধরা পড়ে যাবে। কাউকে চোখে আঙুল দিয়ে দেখাতে হয় না। আসলে তিনি শেখ হাসিনার ওপর প্রতিশোধ নিচ্ছেন।’

তিনি বলেন, ‘তারা এখন পর্যন্ত নির্বাচন নিয়ে হুমকি-ধামকি দিচ্ছে। হুমকি-ধামকি দিয়ে কাউকে নির্বাচন থেকে বিরত রাখা যাবে না। আমরা এখনও আশা করি ওই সংঘর্ষ-সংঘাতের পথ পরিহার করে তারা নির্বাচনে আসবে, সেখানে জনগণই সিদ্ধান্ত নেবে কার পক্ষে থাকবে।’

এ সময় বর্তমান সরকার স্বাস্থ্যসেবার ব্যাপক উন্নয়ন করেছে উল্লেখ করে মেনন বলেন, ‘বর্তমান সরকার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে। দশ হাজার নার্স নিয়োগ দিয়েছে। এ সরকার পুনরায় ক্ষমতায় ফিরে এসে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল কলেজ চতুর্থ শ্রেণি কর্মচারীর সভাপতি আবু সাঈদ। বক্তব্য দেন শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিক, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দীন রতন, ২০ নম্বর ওয়ার্ড সভাপতি হাজী মনোয়ার, সাধারণ সম্পাদক আব্দুর রব প্রমুখ।

(ওএস/এসপি/নভেম্বর ২২, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test