E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

এই নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে : ফখরুল

২০১৮ নভেম্বর ২৬ ১৬:১৪:৪৫
এই নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে : ফখরুল

স্টাফ রিপোর্টার : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আন্দোলনের অংশ হিসেবে বিএনপি অংশ নিচ্ছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই নির্বাচয়ে জয়ী হয়ে জনগণের অধিকার ফিরিয়ে আনতে চাই। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। 

বিএনপির মনোনয়নপ্রাপ্তদের চিঠি দেওয়ার আগে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সোমবার (২৬ নভেম্বর) তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার অংশ হিসেবে একটা জাতীয় ঐক্য গড়ে ওঠেছে। আমরা দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। এর মধ্য দিয়ে দেশের মানুষ তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে, ভোটের অধিকার ফেরত পাবে।

‘আমরা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ৭ দফা দাবি দিয়েছিলাম। এসব দাবি নিয়ে জনগণের কাছে গিয়েছি। সরকারের সঙ্গে সংলাপ করেছি, নির্বাচন কমিশনের (ইসি) কাছে গিয়েছি। কিন্তু তারা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। ইসি সম্পূর্ণ পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছে। বারবার বলেছি- যা কিছু করার তা করা প্রয়োজন। কিন্তু তারা করছে না।’

ফখরুল বলেন, শুধু তাই নয়, প্রশাসনেও রদবদলের প্রয়োজন। আমরা বললেও তা করা হয়নি। ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) বন্ধ রাখেনি। পত্র-পত্রিকায় সিইসির (প্রধান নির্বাচন কমিশনরা) ভাগ্নে শাহাজাদা সাজু আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। আমরা আগেও বলেছিলাম- তিনি (সিইসি) পক্ষপাত দুষ্ট। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

‘এতকিছুর পরও আমরা নির্বাচনে যাচ্ছি। আমরা বিশ্বাস করি এর মধ্য দিয়েই রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন সম্ভব এবং জনগণ তার অধিকার ফেরত পাবে।’

(ওএস/এসপি/নভেম্বর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test