E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কৌশলগত কারণে প্রার্থী তালিকা প্রকাশ করা হচ্ছে না : কাদের

২০১৮ নভেম্বর ২৬ ১৬:৩২:৩২
কৌশলগত কারণে প্রার্থী তালিকা প্রকাশ করা হচ্ছে না : কাদের

স্টাফ রিপোর্টার : আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে লড়াইয়ের জন্য মনোনয়ন দিয়ে ২৩১ জনকে চিঠি দিলেও কৌশলগত কারণে প্রার্থী তালিকা প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেছেন, আমরা মনোনয়নের তালিকা করেছি, কিন্ত কৌশলগত কারণে এই মুহূর্তে প্রার্থী তালিকা প্রকাশ করছি না। নির্বাচন কমিশনের প্রার্থিতা বাছাইয়ের পর আওয়ামী লীগ ও মহাজোটের তালিকা প্রকাশ করা হবে। আমরা ২৩১ জনকে চিঠি দিয়েছি। জোট-মহাজোটের শরিক দলগুলোর জন্য ৬৫-৭০টি আসন রেখেছি। শেষ মুহূর্ত পর্যন্ত (প্রার্থিতা বাছাই) বোঝাপড়া করে আমরা প্রার্থী তালিকা প্রকাশ করবো।

বেশ কিছু আসনে দু’জনকে মনোনয়নের চিঠি দেওয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, যেখানে দু’জন দিয়েছি, সেখানে মাঠ জরিপ করে, যাকে জনপ্রিয় মনে করবো, তাকে প্রার্থিতা দেবো।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পরিবর্তন করতে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের দাবির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের বাকি আর একমাস। এই সময়ে যারা সিইসি বদল চায়, তারা ভোটে যাবে কি-না, সন্দেহ আছে। তারা ভোটে যাবে, এই কথা বিশ্বাস করতে আমার কষ্ট হয়।

সংবাদমাধ্যমে প্রকাশিত মনোনয়ন তালিকার ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, আমরা যাদের মনোনয়ন দিইনি, তাদের নাম মিডিয়ায় এসেছে। এতে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। তাই আমি সাংবাদিক বন্ধুদের অনুরোধ করবো, আমরা আমাদের মনোনয়ন তালিকা অফিসিয়ালি প্রকাশ করার আগে লোকের মুখে শুনে কিছু লিখবেন না। এভাবে লিখলে আমাদের প্রার্থীদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে।

নৌকার প্রার্থীর বিরুদ্ধে দলের অন্য কারও বিদ্রোহী হিসেবে দাঁড়ানোর সম্ভাবনার ব্যাপারে দলের সাধারণ সম্পাদক বলেন, বিদ্রোহ মানেই বহিষ্কার। আজীবনের জন্য বহিষ্কার করে দেওয়া হবে। যতোই জনপ্রিয় হোক, দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে বহিষ্কার।

(ওএস/এসপি/নভেম্বর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test