E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

আগামী ২১ দিনের মধ্যে সরকারের পতন: মিনু

২০১৪ আগস্ট ১৬ ১৭:৫২:১৮
আগামী ২১ দিনের মধ্যে সরকারের পতন: মিনু

স্টাফ রিপোর্টার : শনিবার দুপুরে বিএনপির কালো পতাকা মিছিলের আগের সমাবেশে বিএনপির যুগ্মমহাসচিব ও রাজশাহী মহানগরের সভাপতি মিজানুর রহমান মিনু এ মন্তব্য করেন।
২১ দিনের মধ্যে সরকারের পতন হবে বলে মন্তব্য করেন মিনু। শনিবার দুপুরে বিএনপির কালোপতাকা মিছিলের আগে সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রাজশাহী মহানগরীর ভুবন মোহন পার্কে ওই সমাবেশে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে মিনু বলেন, "বড় বড় কথা বলছেন। নিজের ঘর সামলান। আগামী ২১ দিনের মধ্যে 'খুনি' হাসিনা মুক্ত বাংলাদেশ গড়া হবে।" এসময় বিএনপির নেতাকর্মীরা চিৎকার করে তার বক্তব্যকে সমর্থন করেন।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে শনিবার কালো পতাকা হাতে মৌন মিছিল করে রাজশাহী নগর বিএনপি।

মিছিলটি ভুবন মোহন পার্ক থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে সাহেববাজার জিরোপয়েন্ট হয়ে আবার ভুবন মোহন পার্কে গিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মিজানুর রহমান মিনু। এছাড়া বক্তব্য দেন রাজশাহী নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।

এর আগে বিএনপির কালো পতাকা মিছিলকে ঘিরে নগরীজুড়ে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ।

(ওএস/এটিআর/আগস্ট ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test