E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

শোক দিবসের নামে চাঁদাবাজি করেছে

২০১৪ আগস্ট ১৭ ১১:০৬:৩৪
শোক দিবসের নামে চাঁদাবাজি করেছে

স্টাফ রিপোর্টার : দেশজুড়ে ১৫ আগস্টের নামে দেশজুড়ে যেভাবে চাঁদাবাজি করা হয়েছে তাতে দলের লোকেরা (আওয়ামী লীগ) তাদের নেতাকে (বঙ্গবন্ধু)অসম্মান করেছে, ছোট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’

জন্মাষ্টমী উপলক্ষে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে খালেদা জিয়া এ মন্তব্য করেন। শনিবার রাত ৯টায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়।

তিনি বলেন, ‘শোক দিবস পালনের নামে আওয়ামী লীগ বিপুল পরিমাণে চাঁদাবাজি করেছে।’

অবৈধ সরকার যে আইন তৈরি করছে তা অবৈধ উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘সম্প্রচার নীতিমালা বাস্তবায়ন হলে আমরা যে কথা বলি তাও ঠিকমত প্রচার হবে না। জনগণের বাক স্বাধীনতা বলে কিছুই থাকবে না।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘বিএনপি কখনো সাম্প্রদায়িক ছিলো না। ভবিষ্যতেও সাম্প্রদায়িক হবে না। বিএনপি যখন ক্ষমতায় ছিলো তখন জামায়াতের নেতারাও পূজা মণ্ডপে গিয়েছে। সবার মধ্যেই সাম্প্রদায়িক সম্প্রতি ছিলো।’

আওয়ামী লীগের দুর্নীতি তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ‘দেশের যে অবস্থা তাতে কবরে যেতে গেলেও টাকা দিতে হবে, শ্মশানে পোড়াতে গেলেও টাকা লাগবে। অযোগ্য লোকদের প্রশাসনের বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে, ১০০০ কর্মকর্তাকে ওএসডি করে রাখা হয়েছে, বিচার বিভাগকেও দলীয়করণ করা হচ্ছে।’

এসময় তিনি আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, দখলদারি বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করার হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, গয়েশ্বর চন্দ্র রায়, কল্যাণ ফ্রন্টের সভাপতি গৌতম চক্রবর্তী প্রমূখ বক্তব্য দেন।

শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাসুদের ধর, ঢাবির শিক্ষক ড. হরিপদ ভট্টাচার্য, চারুদত্ত ব্রহ্মচারী, ইসকন নেতা তেজ গোবিন্দ দাস ব্রহ্মচারী, মহামন্ত্র কীর্তন দাস, সাবেক ছাত্রদল নেতা জয়ন্ত কুমার কুণ্ডুসহ হিন্দু সম্প্রদায়ের শতাধিক লোকজন। এরা বিএনপি নেতা অ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর নেতৃত্বে আসেন।

(ওএস/এটিআর/আগস্ট ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test