E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

হাওয়া ভবন থেকেই জঙ্গিবাদের উৎপত্তি: খাদ্যমন্ত্রী

২০১৪ আগস্ট ১৭ ১৪:১৬:২০
হাওয়া ভবন থেকেই জঙ্গিবাদের উৎপত্তি: খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার : হাওয়া ভবনে জঙ্গিদের নিয়ে একাধিক বৈঠকের মাধ্যমে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর পরিকল্পনার অংশ হিসেবেই জঙ্গিবাদের উৎপত্তি ঘটানো হয় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

রবিবার নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দেশব্যাপী সিরিজ হামলার ৯ বছর উপলক্ষে আওয়ামী সেচ্ছাসেবকলীগ আয়োজিত মানবন্ধনে তিনি এ মন্তব্য করেন।

খাদ্যমন্ত্রী বলেন, একাত্তরের পরাজিত শক্তি, ৭১’র ঘাতক, জাতীয় চার নেতার হত্যাকারী, বিএনপি, জামায়াত ও জঙ্গিবাদ মিলে মিলে একাকার। হাওয়া ভবনে জঙ্গিদের নিয়ে একাধিক বৈঠক করে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর পরিকল্পনার অংশ হিসেবেই বাংলাদেশে জঙ্গিবাদের উৎপত্তি ঘটানো হয়।

কামরুল ইসলাম বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার আগে হাওয়া ভবনে বসে জঙ্গিদের সঙ্গে বৈঠকে পরিকল্পনা হয়। আর সেই পরিকল্পনা করেন বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান।

একের পর এক জঙ্গি হামলা, বাংলা ভাইয়ের উত্থান এ সবই হাওয়া ভবন থেকে। এ কারণে তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকার সেই সময় জঙ্গিবাদ নিয়ে মিথ্যাচার করে বলেও অভিযোগ করেন কামরুল ইসলাম।

তিনি বলেন, ৭১’র পরাজিত শক্তি জামায়াত, বিএনপি ও জঙ্গি এদের আলাদা করে দেখার উপায় নেই। একই সঙ্গে ১৫ আগস্ট, ১৭ আগস্ট এবং ২১ আগস্ট এগুলো একই সূত্রে গাঁথা। মুক্তিযুদ্ধের চেতনা ভূলন্ঠিত করে জঙ্গিদের নিয়ে নীল নকশার বাস্তবায়ন এগুলো।

বিএনপিকে অপশক্তি আখ্যা দিয়ে তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচি রাজনীতি দিয়ে মোকাবেলা করা যায়। তাদের সঙ্গে আলোচনাও করা হয়। কিন্তু সন্ত্রাসী, জঙ্গিবাদের সঙ্গে কোন আলোচনা হয় না। এদের দমন করতে হবে। এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী এদের সূরে সূর মিলিয়ে কথা বলে। তখন অবাক লাগে। এরা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি বিশ্বাস করেনা।


(ওএস/এটিআর/আগস্ট ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test