E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

জেএমবির সিরিজ বোমা হামলা

খালেদা-নিজামীর ফাঁসি দাবি

২০১৪ আগস্ট ১৭ ১৪:৪৪:১৯
খালেদা-নিজামীর ফাঁসি দাবি

স্টাফ রিপোর্টার : দেশব্যাপী জেএমবির সিরিজ বোমা হামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও মুফতি হান্নানের ফাঁসির দাবি জানানো হয়েছে।

রবিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জাতীয় গণতান্ত্রিক লীগ ও বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম নামের তিনটি সংগঠন।

মানববন্ধনে বক্তারা ফাঁসির দাবি জানিয়ে বলেন, খালেদা জিয়া, মতিউর রহমান নিজামী, লুৎফুজ্জামান বাবর ও মুফতি হান্নান দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করেছিলেন। এ জন্যই জেএমবি সদস্যরা দেশব্যাপী বোমা হামলা চালিয়েছিল।

বক্তারা বলেন, এ ঘটনায় গুটিকয়েকজনের বিচার হলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তাদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি দিতে হবে।

জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এমএ জলিলের সভাপতিত্বে বক্তব্য দেন- ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোসতাক আহমেদ ভাসানী, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি ব্লগার কবির চৌধুরী তন্ময়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

(ওএস/এটিআর/আগস্ট ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test