E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সম্প্রচার নীতিমালা সংবিধানের অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক: রফিকুল

২০১৪ আগস্ট ১৭ ১৫:১৬:২৪
সম্প্রচার নীতিমালা সংবিধানের অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক: রফিকুল

স্টাফ রিপোর্টার : মন্ত্রিসভায় পাস হওয়া জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণয়ন করা হয়েছে, সেটি সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রফিকুল ইসলাম বলেন, সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদে স্বাধীন মত প্রকাশের অধিকার সংরক্ষিত আছে। কিন্তু সম্প্রতি যে জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণয়ন করা হয়েছে সেটি সংবিধানের এই অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। সুতরাং এটি সংবিধান ও গণতন্ত্র বিরোধী।

সীমাহীন দুর্নীতি করে ক্ষমতায় টিকে থাকার জন্যই সম্প্রচার নীতিমালা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের ম্যানডেড ছাড়া, ভোট ছাড়া, নির্বাচন ছাড়া ও গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া ক্ষমতা দখল করা সরকার নিজেদের অপকর্মের কথা জনগণের কাছে পৌঁছাতে দেবে না বলেই জাতীয় সম্প্রচার নীতিমালা করেছে। এর মধ্য দিয়ে তারা নির্বিঘ্নে ক্ষমতায় থাকতে চায়।

তিনি বলেন, এই নীতিমালা যদি আর কয়েক মাস আগে করত তাহলে নারায়ণগঞ্জের ৭ হত্যাকাণ্ডের খবর জনগণ জানতে পারত না। কারণ, নীতিমালায় বলা হয়েছে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কিছু লেখা যাবে না। অর্থাৎ ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত র‌্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো কথা সংবাদপত্র লিখতে পারতো না।

বিচারকদের অভিসংশন আইনের বিরোধিতা করে তিনি বলেন, সংবিধানের ৯৬ নং অনুচ্ছেদে বিচারকদের অপসারণের ক্ষমতায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ন্যাস্ত করা হয়েছে। কিন্তু সরকার এখন এই ক্ষমতা পার্লামেন্টের হাতে ছেড়ে দিতে চায়। কারণ, বিচার বিভাগকে দলীয় লোক নিয়োগ দিয়েও সরকার এখন ভরসা পাচ্ছে না। তারা মনে করছে হয়তো এই বিচারকরা বিবেকের তারণায় সত্য রায়টি দিয়ে দিতে পারে। তাই বিচারকদের নিয়ন্ত্রণ করতে অভিসংশন আইন পাস করতে যাচ্ছে।

(ওএস/এটিআর/আগস্ট ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test