E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সন্ত্রাস করে দেশের কিছু করতে পারবেন না: নৌ-পরিবহন মন্ত্রী

২০১৪ আগস্ট ১৭ ১৬:২৩:৩৭
সন্ত্রাস করে দেশের কিছু করতে পারবেন না: নৌ-পরিবহন মন্ত্রী

স্টাফ রিপোর্টার : সন্ত্রাস করে দেশের কিছু করতে পারবেন না বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

রবিবার সকাল ১১টায় পটুয়াখালীর কুয়াকাটার পাঞ্জুপাড়া এলাকায় লাইট হাউজ ও কোস্ট রেডিও স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
নৌ-পরিবহন মন্ত্রী বলেন, জ্বালাও-পোড়াও, ভাঙচুর করার অধিকার আপনাদের নেই। ২০১৩ সালে যারা দেশে মানুষ হত্যা করেছে, যুদ্ধাপরাধীদের মতো তাদেরও বিচার হবে।
তিনি বলেন, আপনারা সন্ত্রাস সৃষ্টি করে দেশের কিছু করতে পারবেন না। ধর্মকে ব্যবহার করে আপনারা নৈরাজ্য সৃষ্টি করলে আল্লাহ তায়ালা সহ্য করবেন না। আপনাদের বিচার আখেরাতেও হবে।
সমুদ্র পরিবহন অধিদপ্তরের ‘‘জিএমডিএসএস ও ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম’’ প্রকল্পের আওতায় এই লাইট হাউজ ও কোস্ট রেডিও স্টেশনটি নির্মিত হচ্ছে। এটি বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের রাতে ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তাৎক্ষণিকভাবে উপকূলে ফিরে আসতে সাহায্য করবে। ফলে ঝড় ও জ্বলোচ্ছ্বাসে উপকূল খুঁজে না পাওয়া বা ট্রলার ডুবির ঘটনা অনেকাংশে কমে যাবে বলে সংশ্লিষ্টরা ধারণা করছে।
(এমকেআর/এটিআর/আগস্ট ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test