E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মুজিব হত্যার নেপথ্যে আ.লীগ নেতারাই: ফখরুল

২০১৪ আগস্ট ১৭ ১৭:০১:১০
মুজিব হত্যার নেপথ্যে আ.লীগ নেতারাই: ফখরুল

স্টাফ রিপোর্টার : জিয়াউর রহমান নয়, শেখ মুজিবুর রহমান হত্যার নেপথ্যে ছিলেন তৎকালীন আওয়ামী লীগ নেতারাই বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “এ হত্যাকাণ্ডের পেছনে তার দল আওয়ামী লীগই জড়িত।”

আজ রবিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশনের সেমিনার রুমে এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত বিএনপির সাবেক নেতা এল কে সিদ্দিকীর স্মরণে এক শোক সভায় তিনি এ অভিযোগ করেন।

১৫ আগস্টের প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, জনগণের দৃষ্টি ভিন্নদিকে সরানোর জন্যই প্রধানমন্ত্রীর মতো একজন দায়িত্বশীল ব্যক্তি এ ধরনের মিথ্যা অভিযোগ করে যাচ্ছেন। কিন্তু দেশের জনগণ সরকারের সেই অপকৌশল এখন বুঝে গেছে। সে জন্য ইতিহাস বিকৃতির মাধ্যমে সত্যকে আড়াল করা যাবে না।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আজকে যাদের মন্ত্রীত্ব দিয়ে সরকার দেশ চালাচ্ছেন, ওই সময়ে সেই ইনু সাহেবদের ভূমিকার কথা আপনার স্মরণ করা উচিত।'

এ সময় দেশের মানুষ জেগে উঠেছে। তাই কোনো অজুহাত দিয়ে গণতন্ত্র রক্ষার আন্দোলনকে দমানো যাবে না বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল।

এল কে সিদ্দিকীর স্মৃতিচারণ করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, 'তার মত একজন সৎ ও দায়িত্বশীল ব্যক্তির চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। সততা থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজ জাতীয় জীবনে নানা সমস্যা প্রকট হয়ে দেখা দিয়েছে। তিনি চলে গেলেও তার দেখানো পথ ধ্রুব তারার মতো রাজনীতিবিদদের আলোর পথ দেখাবে।'

(ওএস/এটিআর/আগস্ট ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test