E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘রাজনৈতিক দল থেকে গুন্ডাদের বের করতে হবে’

২০২২ মার্চ ১৩ ০৮:৩৯:০৮
‘রাজনৈতিক দল থেকে গুন্ডাদের বের করতে হবে’

সিলেট প্রতিনিধি : রাজনৈতিক দল থেকে গুন্ডাদের বের করে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু।

তিনি বলেছেন, অর্থনীতির ঘর থেকে দুর্নীতিবাজ এবং গণতন্ত্রের বাগান থেকে রাজাকার-জঙ্গি বিতাড়িত করতে হবে। তাহলেই রাজনৈতিক শান্তি স্থাপিত হবে।

‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষে শনিবার (১২ মার্চ) দুপুরে সিলেটের দরগাহ গেটের শহীদ সোলেমান হলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাসদ সভাপতি বলেন, ফুলের বাগানে যেমন শূকর যায় না, তেমনি গণতন্ত্রের বাগানে রাজাকার-জঙ্গি যায় না। নির্বাচন ও গণতন্ত্রকে রাজাকার, জঙ্গি, দুর্নীতিবাজদের রক্ষার ডাল বানাবেন না।

তিনি আরও বলেন, বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু জঙ্গি-সাম্প্রদায়িক গোষ্ঠীদের দমনের যুদ্ধে আছি। তাই এ যুদ্ধের ভেতরেই যথাসময়ে নির্বাচনও করতে হবে এবং জনজীবনের সমস্যা দ্রব্যমূল্য হ্রাস, বেকারত্ব দূর, তেল-গ্যাসের উচ্চমূল্য রোধ ও বৈষম্য-বঞ্চনা নিরসন করতে হবে।

জাসদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে এবং মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আনোয়ার, যুক্তরাজ্য জাসদের সভাপতি হারুনুর রশিদ, মৌলভীবাজার জাসদের সভাপতি আব্দুল হক, যুক্তরাষ্ট্র জাসদের সাবেক সভাপতি আব্দুল মোছাব্বির, সিলেট জেলা জাসদের সহ-সভাপতি মজির উদ্দিন আনসার, ফরিদ উদ্দিন, মহি উদ্দিন আহমদ, আমিরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

(ওএস/এএস/মার্চ ১৩, ২০২২)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test