E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মইন-ফখরুদ্দীনের দিন শেষ : নানক

২০১৪ ডিসেম্বর ০১ ১৩:১৭:৪০
মইন-ফখরুদ্দীনের দিন শেষ : নানক

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বিএনপির চেয়ারপারসনের উদ্দেশে বলেছেন, ‘মইন-ফখরুদ্দীনের দিন শেষ হয়ে গেছে, জনগণের দিন শুরু হয়েছে।’
মইন-ফখরুদ্দীন ওয়ান-ইলেভেনের সময় তার কাছে গিয়েছিলেন- খালেদা জিয়ার এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন নানক।

সোমবার সকালে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাক্তন এই এলজিআরডি প্রতিমন্ত্রী এ কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘ক্ষমতায় যাওয়ার জন্য খালেদা জিয়াকে মইন-ফখরুদ্দীনের আমলের আশায় বুক বেঁধে থাকতে হবে। কারণ, উনি জানেন জনগণের আস্থা অর্জন সম্ভব নয়।’
তিনি আরো বলেন, ‘আসলে খালেদা জিয়া ক্ষমতা হারিয়ে এক উন্মাদনায় ভুগছেন। কিন্তু পরিষ্কার করে বলতে চাই, আইএসআইয়ের প্রেসক্রিপশন নিয়ে এই দেশে আর ক্ষমতায় বসা যাবে না, রাজনীতি করা যাবে না। ১৯৭১ সালে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে আইএসআইয়ের এজেন্ট হিসেবে যুদ্ধ করেছিল। এর প্রমাণ আমাদের হাতে আছে। জেনারেল জিয়া পাকিস্তানের সোয়াত জাহাজ থেকে সফলভাবে অস্ত্র খালাস করলে পরবর্তীতে পাকিস্তানের জেনারেল বেগ সন্তোষ প্রকাশ করে একটি চিঠি দিয়েছিল। সেই চিঠি আমাদের কাছে আছে।’
‘নিবৃত্ত হোন’- খালেদা জিয়ার প্রতি এমন আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে জাগরণ সৃষ্টি চলছে, এই জাগরণের মধ্য দিয়ে দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। কোনো ষড়যন্ত্রই সফল হবে না। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে খালেদার উসকানিমূলক বক্তব্য, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনে এসব বাহিনীর বিরুদ্ধে বিষোদগার প্রমাণ করে তিনি দেশ ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী, এস এম কামাল, আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

(ওএস/এইচআর/ডিসেম্বর ০১, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test