E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘বিএনপি-জামায়াত রাজনীতির নামে অপরাজনীতি করছে’

২০১৫ ফেব্রুয়ারি ২৬ ১৪:৩০:৫৫
‘বিএনপি-জামায়াত রাজনীতির নামে অপরাজনীতি করছে’

স্টাফ রিপোর্টার : ভ‍ূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, পেট্রোল বোমা হামলাকারীকে বর্জন ও দেখামাত্রই গণপিটুনি দিয়ে আইন-শৃঙ্খল‍া বাহিনীর হাতে তুলে দিতে হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘মানবাধিকার রক্ষায় চলমান রাজনীতি ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান ‍অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভ‍ূমিমন্ত্রী বলেন, ‌পেট্রোল বোম‍া হামলাকারীরা দেশ ও সমাজের শত্রু, সমাজের শত্রু। জামায়াত-বিএনপি আন্দোলনের নামে দেশে তাণ্ডব চালিয়ে নীরিহ মানুষকে পুড়িয়ে মারছে। তাদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত রাজনীতির নামে অপরাজনীতি করছে। তাদের এ আন্দোলনে জনসম্পৃক্ততা নেই। নীরিহ মানুষকে খুন করে ক্ষমতায় যাওয়া অপচেষ্টা মাত্র।

তিনি বলেন, তাদের এ জঘন্যতম আচরণে দেশের সাধারণ মানুষ এখন থ‍ু থু ফেলছে। তাই ‍এ সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের সকলকে সোচ্চার হতে হবে।

ইউম্যান রাইটস রিভিউ সোসাইটির চেয়ারম্যান মো. সাইদুল হক সাঈদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শিরিন আক্তার, ইউম্যান রাইটস রিভিউ সোসাইটির সাধারণ সম্পাদক আলী আহমেদ মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন মুন্না।

উদ্বোধনী বক্তব্যে মুন্না বলেন, পেট্রোল বোমা হামলাকারী যে দলেরই হোক না কেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

১১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test