E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘ছিন্নমুল মানুষ বাঁচলেই নগরী বাঁচবে’

২০১৫ এপ্রিল ১০ ১৪:৫৯:৫৫
‘ছিন্নমুল মানুষ বাঁচলেই নগরী বাঁচবে’

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম হকার শ্রমিকদল ও আকবর শাহ থানা মহিলা দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন ২০ দলীয় জোট সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী মো. মনজুর আলম।

শুক্রবার সকালে কাট্টলীতে মনজুর আলমের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ছিন্নমুল মানুষ বাঁচলেই নগরী বাঁচবে উল্লেখ করে মনজুর আলম বলেন, গত ৫ বছরে আমি মেয়রের দায়িত্বে থাকাকালে হকারদের উচ্ছেদের পরিবর্তে তাদের বিকল্প কর্মসংস্থান ও পুর্ণবাসনের চেষ্টা করেছি। এবার নির্বাচিত হলে প্রথমেই ছিন্নমুল মানুষদের উন্নয়নকে প্রাধান্য দেব।

তাই চট্টগ্রামকে বিশ্বমানের আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে উন্নয়নের স্বার্থে দলমতের উর্ধ্বে ২৮ এপ্রিল সকলকে কমলালেবু মার্কায় ভোট দেয়া আহবান জানান।

এসময় শ্রমিক নেতা এম নাজিম উদ্দিন, হকার শ্রমিক দল নেতা নুরে আলম লেদু, আবু বকর ছিদ্দিকী, আকবর শাহ থানা মহিলা দলের নেত্রী শরীফা ভান্ডারী, হোসনেয়ারা, ছেনোয়ারা, পলি বেগম, লিপি আরা, শামীম আক্তার, ফিরোজা বেগম, খায়রুন্নেছা, যুবদল নেতা সোলেমান ভান্ডারী, কামাল মেম্বার, মহিউদ্দিন, সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/এপ্রিল ১০, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test