E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘বিএনপি-জামায়াত দেশকে ধ্বংসের চক্রান্ত করছে’

২০১৫ এপ্রিল ১২ ১৭:২২:৪৮
‘বিএনপি-জামায়াত দেশকে ধ্বংসের চক্রান্ত করছে’

নওগাঁ প্রতিনিধি : বস্ত্র ও পাটমন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক এমপি বলেছেন, গণতন্ত্র রক্ষার নামে দেশকে ধ্বংসের চক্রান্তে মেতে উঠেছে বিএনপি-জামায়াত জোট। বাস-ট্রাকে পেট্রোল বোমা মেরে হত্যা করছে নীরিহ মানুষকে। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শিশুদেরও রেহায় দেয়া হয়নি।

রাজনীতির নামে তাদের এসব জঙ্গি কর্মকান্ডকে প্রশ্রয় দেয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি-জামায়াত জোটের সকল চক্রান্ত প্রতিহত করা হবে। রবিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় হতদরিদ্রদের মাঝে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মান্দার ইউএনও আব্দুল রহিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় ১৩টি সমিতির ৯১ সদস্যের মাঝে ১০ লাখ ১৬ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।
মন্ত্রী একই অনুষ্ঠানে উপজেলার চকশ্যামরা, সতীহাট ঋষিপাড়া, চকরাজাপুর গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন। বিকেলে উপজেলার মহানগর গ্রামে শনিবার কালবৈশাখী ঝড়ে দেয়াল চাপা পড়ে নিহত গৃহবধূ শাহনাজ বেগমের কবর জিয়ারত করেন মন্ত্রী।

(বিএম/পিবি/ এপ্রিল ১২,২০১৫)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test