E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘আশা করি, মানুষ আমাকে সমর্থন দেবে’

২০১৫ এপ্রিল ১৩ ১৭:০২:৪৬
‘আশা করি, মানুষ আমাকে সমর্থন দেবে’

স্টাফ রিপোর্টার : মানুষ ভোটের মাধ্যমে সুযোগ দিলে জীবনের পাঁচটি বছর নগরবাসীর জন্য কাজ করবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক।

সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সভায় তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আনিসুল হক বলেন, আমি আমার পরিবারের কাছ থেকে পাঁচ বছরের সময় নিয়েছি। বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল আমাকে সমর্থন দিয়েছে। আমি মানুষের কাছে যাচ্ছি। নির্বাচিত হলে পাঁচ বছর নগরবাসীর জন্য কাজ করবো।

নগরবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ডে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সব দলের সমর্থিত প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমি প্রতিদিন সকাল থেকে মানুষের কাছে যাচ্ছি। প্রচারণা চালাচ্ছি। ।

সভায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানকসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে রিং রোড এলাকায় আনিসুল হক গণসংযোগ করেন।

(ওএস/এএস/এপ্রিল ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test