E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ভোট দিয়েছেন আ জ ম নাছির উদ্দিন

২০১৫ এপ্রিল ২৮ ০৯:৫৭:৫৯
ভোট দিয়েছেন আ জ ম নাছির উদ্দিন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন হযরত আমানত শাহ (র.) এর মাজার ও বাবার কবর জিয়ারতের পর ভোট দিয়েছেন।  মঙ্গলবার সকাল ৯টায় মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রের ৫ নম্বর বুথে ভোট দেন তিনি।

ভোট দিয়ে আ জ ম নাছির সাংবাদিকদের বলেন, জয়ের ব্যাপারে আশি শতভাগ আশাবাদী। কারণ মনজুর সাহেব মেয়র থাকাকালীন নগরীর কোন উন্নয়ন করতে পারেননি। নগরবাসীর প্রত্যাশা পূরণে তিনি ব্যর্থ হয়েছেন। ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ।

ভোটের ফলাফল মেনে নিবেন উল্লেখ করে তিনি বলেন, আমি খেলার মাঠের খেলোয়াড়। খেলার ফলাফল মেনে নেওয়ার অভ্যাস আমার আছে। কারণ খেলায় দুইটি দল এক সঙ্গে জিততে পারে না। আমি আশাকরি নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।

ভোট কেন্দ্রে একই সময়ে ভোট দিতে আসেন বিএনএফ সমর্থিত মেয়র প্রার্থী আরিফ মঈনুদ্দিন। আ জ ম নাছির তাকে নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করেন এবং ভোট প্রদান শেষে এক সঙ্গে বের হয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

(ওএস/অ/এপ্রিল ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test