E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

‘খালেদার নির্দেশেই সালাউদ্দিন আত্মগোপনে ছিলেন’

২০১৫ মে ১৩ ১৪:৫৭:৫১
‘খালেদার নির্দেশেই সালাউদ্দিন আত্মগোপনে ছিলেন’

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সালাউদ্দিন আহমেদের প্রত্যাবর্তনে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার থলের বিড়াল বেরিয়ে গেছে।

খালেদা জিয়ার নির্দেশেই সালাউদ্দিন আহমেদ আত্মগোপন করেছিলেন। বুধবার কাকরাইলস্থ আইডিবি ভবনে প্রখ্যাত পরমানু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়া স্মরণে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত বলেন, রাজনৈতিক সঙ্কট সৃষ্টি করার লক্ষ্যেই খালেদা জিয়া সালাউদ্দিনকে গোপন করেছিলেন। দিনের আলোর মত সব পরিষ্কার হয়ে গেছে। বিএনপি নেতা ইলিয়াস আলীসহ গুম হওয়া অন্যদের দায়িত্বও খালেদা জিয়াকে নিতে হবে। আত্মগোপন করার নাটক সাজিয়ে বিএনপি গুম, খুন, নিখোঁজের অভিযোগ এনে সরকারকে বেকায়দায় ফেলানোর অপচেষ্টা করছে।

তিনি আরো বলেন, খালেদা জিয়া বুঝতে পারেন নি যে নাটক করে, মিথ্যাচার করে রাজনীতিতে সুবিধা করা যায় না। মিথ্যার রাজনীতি পরিহার না করলে বিএনপি নিজে থেকেই ধ্বংস হয়ে যাবে।

ব্লগার হত্যার ব্যাপারে বর্ষিয়ান এই রাজনীতিক বলেন, একের পর এক ব্লগারকে হত্যা করা হচ্ছে, অথচ প্রশাসন কোনো কিনার পাচ্ছে না। এর দায় সংশ্লিষ্ট মহল এড়িয়ে যেতে পারে না। এই ফল রাষ্ট্র ও সমাজের জন্য ভালো নয়। ছাত্র ইউনিয়নের মিছিলে পুলিশের হামলার বিষয়ে সুরঞ্জিত বলেন, এটি কোনোভাবেই বরদাস্ত করা যায় না। একজন নারীর সম্ভ্রমহানীর প্রতিবাদে আরেকজন নারী মিছিলে অংশ নেয়। কিন্তু মিছিলে অংশ নেয়া ছাত্র ইউনিয়নের মেয়েটি গাছের আড়ালে লুকিয়েও পুলিশের হাত থেকে রেহাই পায়নি। এর জন্য শুধু একজন পুলিশকে সাময়িক বরখাস্ত করলেই বিচার শেষ হয়ে যায় না। সরকারকে তদন্ত করে কঠিনতর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

থাইল্যান্ডের জঙ্গলে বাংলাদেশি উদ্ধারের ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এমন সময়ে মানুষ সাগর, জঙ্গলে গিয়ে মারা যাবে আর সরকার নিশ্চুপ থাকবে তা হতে পারে না।

বাবু নারায়ন দেবনাথের সভাপতিত্বে সভায় সংগঠনের উপদেষ্টা আব্দুল হাই কানু, হুমায়ুর কবির মিজিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/মে ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test