E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘খালেদা জিয়া এবং তারেকের রাজনীতি সম্পূর্ণ ভুল’

২০১৫ মে ১৫ ১৫:০৭:৩৭
‘খালেদা জিয়া এবং তারেকের রাজনীতি সম্পূর্ণ ভুল’

স্টাফ রিপোর্টার : সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, পেট্রোল বোমা থেকে শুরু করে সর্বশেষ সালাহ উদ্দিন ‘রহস্য’ দেখেছি। আর কোনো কৌশল দেখতে চাইনা। দয়া করে জাতিকে কৌশল থেকে মাফ করেন!

সালাহ উদ্দিন আহমেদ সবই জানেন, দু’মাসের ঘটনা জানেন না। যাই হোক এ ব্যাপারে যখন তিনি দেশে ফিরবেন তখন মানুষ জানবে। তবে এক্ষেত্রে আইনি প্রক্রিয়ার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

ভারতের মেঘালয়ে সন্ধান পাওয়া ‘নিখোঁজ’ বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ প্রসঙ্গে এভাবেই বলছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সেমিনার হলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

চলমান রাজনীতি বিষয়ক ওই আলোচনা সভার আয়োজন করে নৌকা সমর্থক গোষ্ঠী।

‘কৌশল করতে করতে রহস্যও করেছেন। সর্বশেষ দেখছি সালাহ উদ্দিন রহস্য,’ বলেন তিনি।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, কোথায় বাংলাদেশ? কোথায় সিলেটের ওপারে একশ’ কিলোমিটার দূরে শিলং! সেখানে গিয়ে হাজির হয়েছেন তিনি। দুই দেশের মধ্যে এই যে চ্যারা প্যারা লাগাইছেন, তা তো মোটেই কাম্য নয়।

‘আমাদের দেশের রাজনীতি সেখানে নিয়ে যেতে চাই না। সুতরাং তিনি আসুন। ফিরে আসুন। তবে অবশ্যই তাকে আইনের মাধ্যমে ফিরতে আসতে হবে। এখানে কোনো নতুন কৌশল করা যাবে না,’ যোগ করেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে প্রবীণ এ রাজনীতিক বলেন, ‘বিএনপিকে বুঝতে হবে এই জীবনের পাতায় পাতায় ঘটে যাওয়া সবই ভুল। খালেদা জিয়া এবং তারেকের রাজনীতি সম্পূর্ণ ভুল। সুতরাং এখন তাদের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসা ছাড়া আর কোনো পথ খোলা নেই।’

সিলেটে ব্লগার অনন্ত হত্যা প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ধর্মান্ধ গোষ্ঠীর দ্বারা একের পর এক ব্লগার হত্যার নামে যে নৃশংসতা চলছে সেটি মানুষকে স্তম্ভিত করেছে।

এ বিষয়ে সরকারের অবস্থান আরও স্পষ্ট করার জন্য মানুষের প্রত্যাশা দিন দিন বাড়ছে বলেও মনে করেন তিনি।

প্রবীণ এই আওয়ামী লীগ নেতা বলেন, এসব ঘটনা প্রতিরোধে আমরা জনগণেরও সহযোগিতা চাচ্ছি। এই অমানবিক ব্যাপারটি চলতে পারে না। কারণ আজ যারা এ ধরনের কাজ করছে কদিন পরে এরাই তালেবানি রাজনীতি করবে। সুতরাং একটি সন্ত্রাসকে নিন্দা করবো অপরটির বেলায় উদাসীন থাকবো এটা হতে পারে না।

পহেলা বৈশাখে নারী নির্যাকনের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে ঘটনার বিচার দাবি করতে গেলে পুলিশ যে আচরণ করেছে তা নিন্দনীয়। তাদের কাছে এই ব্যবহার আমরা প্রত্যাশা করি না। এই ব্যবহার দেশবাসীকে আহত করেছে।

আয়োজক সংগঠনের সভাপতি ডা. খন্দকার ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক নারায়ণ দেব নাথ, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল হাই ও অ্যাডভোকেট আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

(ওএস/এএস/মে ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test