E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

‘খালেদা ২০ দলীয় নেত্রীর নামে বিষধর সর্প’

২০১৫ মে ২৬ ১২:৫৮:১৫
‘খালেদা ২০ দলীয় নেত্রীর নামে বিষধর সর্প’

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৯২ দিন হরতাল-অবরোধ দিয়ে দেশবাসীকে জিম্মি করেছিলেন বলে মন্তব্য করেন জাতীয় সংসদের চিপ হুইপ আ স ম ফিরোজ।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘উন্নয়নের রূপকার-জননেত্রী শেখ হাসিনার কার্যকাল’ শীর্ষক এক আলোচনা তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশে হরতাল-অবরোধ দিয়ে হাজারও মানুষ আপনার (খালেদা) কারণে পঙ্গু হয়েছে।

আ স ম ফিরোজ বলেন, খালেদা জিয়া বুঝতে পেরেছিলেন শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে যে পরিকল্পনা করেন, তা বস্তবায়ন করতে পারলে তাকে আর রোখা যাবে না। তাই শেখ হাসিনাকে গ্রেনেড মেরে হত্যা করার ষড়যন্ত্র করা হয়। ২০০৮ সালে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসলে ষড়যন্ত্র করে বিডিআর বিদ্রোহ ঘটানো হয়।

তিনি বলেন, আপনার দল সিটি করপোরেশন নির্বাচনে আসলো ঠিকই; কিন্তু ষড়যন্ত্র করে নির্বাচন শুরুর কিছুক্ষণ পরেই নির্বাচন বয়কট করলো। শুধু আওয়ামী লীগকে হেয় প্রতিপন্ন করার জন্যই বানোয়াট অভিযোগ তুলে সিটি নির্বাচন বয়কট করা হয়।

আপনি খালেদা জিয়া ২০ দলীয় নেত্রীর নামে বিষধর সর্প। আপনি যতই ষড়যন্ত্র করেন ২০৩০ সালের নির্বাচনেও আপনার দল বিএনপি, আওয়ামী লীগকে হারাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, যুদ্ধাপরাধীদের নিষিদ্ধ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আদালতের রায়ের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনা কোনো কিছুর সঙ্গে আপোস করেননি। এ বিষয়েও কোনো আপোস করবেন না।

আব্দুল্লাহ আল কায়সারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ড. সিদ্দিকুর রাহমান, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, মো. ফজলুল হক, এম এ করিম প্রমুখ।
(ওএস/পিবি/ মে ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test