E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কলারোয়ায় সৈনিক লীগের কেন্দ্রীয় নেতা সরদার মুজিব অবাঞ্ছিত

২০১৫ জুলাই ২২ ২০:১০:০৭
কলারোয়ায় সৈনিক লীগের কেন্দ্রীয় নেতা সরদার মুজিব অবাঞ্ছিত

সাতক্ষীরা প্রতিনিধি : বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সরদার মুজিবকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আওয়ামী লীগের এক বর্ধিত সভায় এ ঘোষণা দেওয়া হয়।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন। সভায় সাতক্ষীরা -১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তাফা লুৎফুল্লাহ, সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুসহ উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১১৭টি ওয়ার্ডের অধিকাংশ শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফিরোজ আহম্মেদ স্বপন মোবাইল ফোনে সাংবাদিকদের জানান ‘কেরালকাতা ইউনিয়নের নাকিলা গ্রামের সরদার মুজিব কলারোয়া আওয়ামী লীগের সাধারণ সদস্যও নন। অথচ তিনি সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক পরিচয় ব্যবহার করে দলের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। এমনকি দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা তথ্য দিয়ে পুলিশ দ্বারা হয়রানি করাচ্ছেন।’

ফিরোজ আহম্মেদ আরো বলেন, সম্প্রতি সোনালী ব্যাংকের কলারোয়া শাখায় ডাকাতির চেষ্টাকালে ২ নৈশ প্রহরীকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর সৈনিক লীগের নেতা সরদার মুজিব মোবাইলে সরকারের আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থায় আনছার আলীসহ উপজেলা আ'লীগের কয়েক নেতা ওই খুনের ঘটনায় জড়িত থাকতে পারে বলে এসএমএস করেন।

এর পরপরই গত ২০ জুন উপজেলা আ'লীগের সদস্য হেলাতলা গ্রামের আনছার আলীকে (৫২) গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তার বাড়ি থেকে আটক করে। বিষয়টি বুধবার ভোরে তিনি জানতে পেরে উপজেলা আ'লীগের নেতাদের নিয়ে এক জরুরী বর্ধিত সভা আহবান করেন।

সভায় সরদার মুজিবই নেপথ্যে ব্যাংকে জোড়া খুনের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চক্রান্ত করছে বলে দাবি করা হয়।

স্বপন আরো অভিযোগ করেন, সরদার মুজিব নিজেকে অবসরপ্রাপ্ত কর্নেল এবং প্রধানমন্ত্রীর দফতরের কর্মকর্তা প্রচার দিয়ে চাকুরি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা আদায় করেছেন। এ নিয়ে সাতক্ষীরার আদালতে ২টি মামলাও হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, এ ধরনের বিভিন্ন অভিযোগে ও দলের ভাবমূর্তি পরিচ্ছন্ন রাখতে সরদার মুজিবকে কলারোয়া উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

এদিকে এ ব্যাপারে সরদার মুজিবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ন মিথ্যা। পারলে আইন প্রয়োগকারী সংস্থার সামনে এসএমএস ওপেন করে প্রমাণ করুক। সম্প্রতি কলারোয়া সোনালী ব্যাংকে ডাকাতি ও ২ নৈশ প্রহরীকে হত্যার ঘটনায় সন্দিগ্ধ একজন আসামি গ্রেফতার হওয়ায় উপজেলা চেয়ারম্যানের গাত্রদাহ শুরু হয়েছে।

‘তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে কিনা তা তার জানা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ডাকা সভায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না। জোড়া খুনের ঘটনায় সকলের উচিত রহস্য উদঘাটনে পুলিশকে সকল প্রকার সহযোগিতা করা।’

(আরকে/পিএস/জুলাই ২২, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test