E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘জাপা উদার রাজনীতিতে বিশ্বাসী’

২০১৫ সেপ্টেম্বর ০৮ ১৮:০৯:৫৫
‘জাপা উদার রাজনীতিতে বিশ্বাসী’

চট্টগ্রাম প্রতিনিধি : হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি সংকীর্ণ রাজনীতিতে নয়, উদার রাজনীতিতে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন সংগঠনের নগর শাখার আহ্বায়ক মাহজাবীন মোরশেদ। নগর জাপার সম্মেলন উপলক্ষে  মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

মাহজাবীন মোরশেদ বলেন,‘১৯৯০ সালে সরকার পরিবর্তনের পর জাতীয় পার্টির নেতাকর্মীদের উপর অমানুষিক রাজনৈতিক নির্যাতন চালানো হয়েছে। কিন্তু জাপা নেতাকর্মীরা দলের আর্দশ থেকে দূরে সরে যায়নি। আগামী ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নগর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে ফের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। ’

তিনি বলেন, ‘আমরা সংকীর্ণ রাজনীতিতে নয়, উদার রাজনীতিতে বিশ্বাস করি। তাই কারো প্রতি বিদ্ধেষ নয়, সবার সমন্বয়ে নতুন-পুরাতনকে সঙ্গে নিয়ে দলকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। যারা মূলধারা থেকে এতদিন দূরে ছিলো তারাও এখন ফিরে এসেছে। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর জাতীয় পার্টির সদস্য সচিব এয়াকুব হোসেন, যুগ্ম আহবায়ক ওসমান খান, আনিসুর ইসলাম চৌধুরী, কামরুজ্জামান পল্টু, নজরুল ইসলাম চৌধুরী, আলী আজগর চৌধুরী ও কামাল উদ্দিন তালুকদার।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test