E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘রাজনীতিতে গণতান্ত্রিক চর্চার বিকল্প নেই’

২০১৫ সেপ্টেম্বর ১৫ ১৮:৩৮:৫৯
‘রাজনীতিতে গণতান্ত্রিক চর্চার বিকল্প নেই’

কক্সবাজার প্রতিনিধি : দলের অভ্যন্তরে গণতান্ত্রিক অংশগ্রহণ, অগ্রগতি অবহিতকরণ ও দলকে আরো শক্তিশালী করন সহ নানা বিষয়ে অগ্রগতি অবহিতকরণ সংবাদ সম্মেলন করেছে জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার জেলা।

১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, বিএনপি কক্সবাজার জেলা শাখা’র বর্তমান নেতৃত্ব নিয়মতান্ত্রিক, আইননিষ্ঠ, আধুুনিক, সংবেদনশীল ও অংশগ্রহণ মূলক রাজনীতিকে প্রাতিষ্ঠানিকরণের উদ্দেশ্যে দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক অংশগ্রহণ ও দলীয় গঠনতন্ত্রকে অগ্রাধিকার দিয়ে নেতা-কর্মী পর্যায়ে নিবিড়ভাবে কাজ করছে।

এক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও), দলের গঠনতান্ত্রিক বিধি, নারী ও তরুণ নেতৃত্ব, জনমত জরিপ এবং তথ্য-প্রযুক্তি ভিত্তিক দল-ব্যবস্থাপনাকে কেন্দ্র করে বিভিন্ন ধারাবাহিক কর্মসূচী হাতে নিয়েছে। যার মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে, দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক কাউন্সিল নারী ও তরুণ নেতৃত্ব, নারী ও তরুণ নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণ, গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক কর্মশালা, দলীয় সদস্যপদ নিবন্ধন ও ডেটাবেজ তৈরি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কক্সবাজার জেলা শাখার সভাপতি শাহজাহান চৌধুরী লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় সাধারন সম্পাদক এড.শামিম আরা স্বপ্না, অধ্যাপক আজিজুর রহমান, ইউছুপ বদরী সহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

(একেডি/এএস/সেপ্টেম্বর ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test