E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

রায়পুরে যুবলীগের কমিটির দাবিতে সমাবেশ

২০১৫ অক্টোবর ২৩ ১৭:২৭:৪৯
রায়পুরে যুবলীগের কমিটির দাবিতে সমাবেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় ২ বছর ধরে উপজেলা যুবলীগের কমিটি না থাকায় আ.লীগ, যবুলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে সমাবেশ করা হয়েছে। পৌর নির্বাচনের আগে দ্রুত উপজেলা যুবলীগের নতুন কমিটির দাবিতে শুক্রবার দুপুরে পৌর শহরের আল-আমিন হোটেলের দ্বিতীয় তলা এ সমাবেশ করা হয়।

এতে উপজেলা যুবলীগের বিলুপ্ত কমিটির সাবেক আহবায়ক কামরুল হাসান রাছেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী খোকন, উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকন, আ.লীগ নেতা আইনুল কবির, জেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর নবী চৌধুরী সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ বিন জাকারিয়া, যুবলীগ নেতা আবু সাঈদ সাকিল, কৌশিক আহম্মেদ সোহেল প্রমুখ।

সবাবেশে প্রধান বক্ত্যদের উদ্দেশ্য করে উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কামরুল হাসান রাছেল বলেন, ‘সাত-আটটি কমিটি কেন্দ্রীয় যুবলীগের কাছে অনুমোদনের জন্য জমা দেওয়া হয়। কিন্তু নেতা-কর্মীদের দাবি, সম্মেলনের মাধ্যমে কমিটি করা হোক। জেলা যুবলীগ কয়েকবার সম্মেলন করার তারিখ দেয়। কিন্তু রহস্যজনক কারণে তা আর হয়নি। এ ছাড়া ওই সময় দরপত্রের বাক্স ছিনতাইয়ের সঙ্গে আমরা জড়িত ছিলাম না তার পরেও আমাদের আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভেতর থেকে গত বছরের ২১ জানুয়ারি দরপত্রের বাক্স ছিনতাই করেন যুবলীগের কয়েকজন নেতা। এরপর জেলা যুবলীগ থেকে উপজেলা ও পৌর যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়।

এখনো কোনো কমিটি না হওয়ায় উপজেলায় কোনো সাংগঠনিক কর্মসূচি নেই। কেন্দ্রীয় ও জেলা যুবলীগের কযয়েজন জ্যেষ্ঠ নেতা চাচ্ছেন সম্মেলন না করে তাঁদের পছন্দের লোক দিয়ে পকেট কমিটি করতে। তাই আসন্ন পৌর নির্বাচনের আগে দলকে শক্তিশালি করার জন্য এবং দ্রুত আবারো সকল নেতৃ-বৃন্দের সমন্বয়ে নতুন কমিটি ঘোষণার দাবি জানিয়েছেন।

(এমআরএস/এএস/অক্টোবর ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

০৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test