E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ইউপি নির্বাচনে হত্যাকাণ্ডের দায় ইসি এড়াতে পারে না’

২০১৬ এপ্রিল ০১ ১৭:০৬:৩৯
‘ইউপি নির্বাচনে হত্যাকাণ্ডের দায় ইসি এড়াতে পারে না’

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে হত্যাকাণ্ডের দায়ভার নির্বাচন কমিশন (ইসি) এড়াতে পারে না।

শুক্রবার জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে অল কমিউনিটি ফোরাম আয়োজিত ‘সুনীতি সুশাসন সু-সরকার ও ভিশন ২০৩০’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের নামে দেশে রক্তের খেলা চলছে উল্লেখ করে মাহবুবুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেশ মৃত্যুপরীতে পরিণত হয়েছে। যার ফলে দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেককে প্রাণ দিতে হয়েছে। যেন সারাদেশে ত্রাসের রাজত্ব চলছে।

তিনি বলেন, সহিংসতার নির্বাচনের বিপক্ষে জনগণকে স্বোচ্চার হতে হবে। বলতে হবে, আমরা হুমকি,হত্যা, গুম, নির্যাতন ও রক্তের নির্বাচন চাই না।

রক্তপাতের নির্বাচন দেশে মঙ্গল বয়ে আনতে পারে না উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, দেশের মঙ্গলের জন্য আমরা সব সময় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছি। কারণ সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমেই দেশে রক্তপাতের নির্বাচন বন্ধ করা যাবে। অন্যথায় নয়।

এসময় তিনি সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আযম খান, সহ- তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য আশিফা আশরাফি পাপীয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/এপ্রিল ০১, ২০১৬)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test