E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হরাই-চাপাই

২০২২ সেপ্টেম্বর ০৩ ১৬:৩৩:৩৬
হরাই-চাপাই







 

মুন্নু সরদার

সত্য কিছু তথ্য শুনাই কল্প কথার মতো
অল্প দিনেই হারিয়ে গেছে দৈব্য-বাণীর মতো
হরাই-চাপাই বিলের শোভা দেখিতে যেমন
তাদের কথা বলতে আমার খুশি ভরা মন
হরাই বিলের পাড়ির পড়ে বৃদ্ধ বটের গাছ
সেই গাছেতে বসে কাটায় বক তিতিয়া বাজ
দুই বিলেরই দু’ধার দিয়ে আছে দুটি গ্রাম
রণকাইল আর ভাবুকদিয়া গ্রাম দুটির নাম
মাছের কথা বলব কী তার আমি যাহা জানি
সব রকমের মাছে ভরা, মাছ ছাড়া নাই পানি
কই, মাগুর আর শিং, পুটি মাছ, পাবদা বোয়াল, শোল
হর-হামেশায় মাছের গুতায় ভাঙত নায়ের খোল
জলজ ফুলের মধ্যমনি শাপলা-পদ্ম ফুল
ঝাপটা বাতাস এসেই তাদের গায়ে দিত দোল
বর্ষাকালে পদ্মফুলের মন-মোহনী রুপ
শালুক পাতায় হাত লাগিয়ে কৃষাণ মেয়ের ডুব
বিলবিলা আর পানকৌড়িদের আনন্দ জলকেলি
নিহের পাতায় নিহের তোলা ডোঙ্গা ঠেলাঠেলি
শালুক, নিহের, পদ্মপোগল ড্যাপের খইয়ের কথা
শুনলে এখন বলবে সবাই পাগল বেটার মাথা
হায়রে আমার ঐতিহ্য আর স্মৃতির সেসব দিনর
বাতাস পেলেই পালতোলা নায় কাটতো সারাদিন
বিল সে আমার স্মৃতির পটে ছবির জাদুঘর
যৎসামান্যই লেখা হলো বিবরণ তারপর।

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test