E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মৌসুমী রহমান’র কবিতা

২০১৭ ফেব্রুয়ারি ২১ ১৫:৪৫:০৮
মৌসুমী রহমান’র কবিতা







 

চেতনায় চৈতন্য

ভুলিনি ৮ই ফাল্গুন, রক্তঝরা সে বিকেল
শিমুল পলাশ রাঙা রাস্তায় লালের চিহ্ন;
হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান, বুকে তেজ।
চেতনায় দেশ ও ভাষার জন্য গাঢ় প্রেম।

যে চেতনার সিঁড়ি বেয়ে এসেছিল একুশ
প্রাণের অর্ঘ্যে নৈবদ্য সাজিয়েছিল 'বাংলা'
সেই চেতনা আজ যাদুঘরের চৌকাঠে মৃতপ্রায়
গণতন্ত্রের আতুরঘর 'বাংলা' আজ প্রশ্নবিদ্ধ।
চপেটাঘাত করে বৈরি সময়ের প্রচ্ছন্ন প্রশ্ন।
কষাঘাত করে বোবা ভাষা, পীড়িত বিবেক।

পুরনো রূপে ফিরে ফিরে আসে একুশ,
আসেনা শুধু সেই চেতনা; তবুও
একুশ এলেই জেগে ওঠে দগদগে ঘা...
শত সহস্র প্রশ্নের বাতাবরণ ভেদ করে
স্বগৌরবে বেরিয়ে আসে 'আমরা বাঙালি'
চেতনায় জাগ্রত হয় মা মাটি বাংলা!
প্রাণের সমস্ত আবেগ মিশিয়ে একসাথে
গেয়ে উঠি গান "আ- মরি! বাংলা ভাষা!"


পাঠকের মতামত:

১১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test