E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

তারেক হাসান’র কবিতা

২০১৭ মে ১০ ১৩:২৮:৪৭
তারেক হাসান’র কবিতা







 

নতশির


আমি জ্বলি, আমি জ্বালাই
আমার দেহাবশেষ বলে কিছু নাই,
আমি ক্রান্তিবলয়ে বৃষ্ণরেখা
চিতার পাজরে পোড়া ছাই।

মরুর বুকে তপ্ত বালুকণা আমি
অজন্মা খরায় পিপাসিত বুক,
উটের পায়ে পদদলিত বিবর্ণ চেহারা
বৃক্ষহীন দূর প্রান্তরের সুখ।

আমি তুষারগিরির প্রলয়
ঝরে ঝরে জমাটে নিলয়,
শূন্যের কোঠায় বসবাস
আমি কখনো মরে মরে বাঁচি
কখনো সভ্য সমাজে জীবন্ত লাশ।

কখনো দস্যু পাতালের বুক ফাড়ি
সেথায় চলে আজব গাড়ী,
নেশার মাতমে সখের বসে
সেথায় বানাই ভূতের বাড়ী।

আমি স্রষ্টার সৃষ্টি,আকাশের মেঘ
আবেগে কেঁদেকেটে রূপ পাই বৃষ্টি,
আমি নষ্টের কষ্ট,সুখের বলয়ে
স্বপ্নের নিলাচলে অন্ধ মনের দৃষ্টি।

আসলে আমি কিছুই নই,মানুষ মাত্র-
বিধাতার দয়ায় খুব নগণ্য সৃষ্টি,
নতশির প্রতিমুহূর্তে তার তরে
অন্ধ চোখে ফিরে যেন দৃষ্টি।

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test