E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘হেক্সা মিশন’ এর প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল

২০১৪ জুলাই ৩১ ১৭:২০:৫৮
‘হেক্সা মিশন’ এর প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক, ঢাকা : কোনো উপাধি ব্রাজিলিয়ানদের কাছে আছে কি না সেটা জানা নেই পাঁচ বার বিশ্বকাপ জয়ের। এটা বোধ হয় তাদের কাছে অতীত। তবে ৬ষ্ঠ বারের মতো বিশ্ব জয়ের করার নাম দিয়েছেন ‘হেক্সা মিশন’।

ব্রাজিল দীর্ঘ ৬৪ বছর পর ঘরের মাঠেই সেই মিশনে সফল হতে চেয়েছিল। কিন্তু পারলেন নেইমার-অস্কার-সিলভা-লুইজরা। উল্টো ব্রাজিলীয় ফুটবলের শতাব্দী পূরণের বছরে তারা পেয়েছে বড় লজ্জাও। ঘরের মাঠে বিশ্বকাপে তাদের দৌড় ছিল সেমিফাইনাল পর্যন্ত।

এই পর্বেই জার্মানির কাছে ৭-১ গোলে হেরে বসে তারা। এখন হেক্সা মিশন সফল করতে ব্রাজিলিয়ানরা বেছে নিয়েছে রাশিয়াকে। ২০১৮ সালে রুশ বিপ্লবের দেশেই বসবে ২১তম বিশ্বকাপের আসর।



তবে বিশ্বকাপের সেমিফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ বাদ দিলে ব্রাজিলের সাফল্যের বর্ণনা লিখে শেষ করার নয়। তবুও এমন সব কীর্তি তারা রচনা করে তাতে কলম স্থির রাখাই মুশকিল!

তবে অনেকেই বলতে পারেন, এখন তো ব্রাজিলিয়ান ফুটবলে আগের সেই জৌলুস, ছন্দ, শৈল্পিকতা কিংবা গ্ল্যামার নেই। সাফল্যও নেই তেমন। তাহলে এত প্রশংসা কিসের? তাদের উদ্দেশে বলা-এটাই তো ব্রাজিল ফুটবলের মাহাত্ম্য।

অনিশ্চয়তা এবং আলোচনার বাইরে থেকেও তারা যে অভাবনীয় সাফল্যগাথা রচনা করতে পারে তা কি অন্যদের দ্বারা সম্ভব? একমাত্র ব্রাজিলই পারে অসম্ভবকে সম্ভব করতে!

বিশ্বকাপে ব্রাজিলের জয়জয়কার : অনেকবার মৃত্যুকূপ থেকে বেরিয়ে চূড়ান্ত সাফল্য পেয়েছে পেলের দেশ। লাল-সবুজের এই দেশ যে বছর ইতিহাসে নিজের নামটি স্বর্ণাক্ষরে লিখেছিল তার আগের চারটি বিশ্বকাপের তিনটিরই (১৯৭০, ১৯৬২ ও ১৯৫৮) চ্যাম্পিয়ন ব্রাজিল।

যে কারণে ১৯৭০-’৮০ দশকে বাংলাদেশের পঞ্চম শ্রেণির পাঠ্যবইতে কিংবদন্তি পেলেসহ ব্রাজিলের সাফল্যেও স্তুতিগাথা নিয়ে একটি গল্প ছিল। রূপকথার মতো সাফল্যের বর্ণনা শুনে তখন থেকেই এদেশের মানুষের হৃদয়ে স্থান করে নেন পেলে, ভাঁভা, জোয়ারজিনহো, কার্লোস আলবার্তো পেরেইরা, গ্যারিঞ্জাদের ব্রাজিল।

দুই যুগের বিরতি : শ্রেষ্ঠত্বের এই ধারা দীর্ঘ ২৪ বছর অনুপস্থিত ছিল ব্রাজিলের। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপ জয় করে ফের চিরচেনা রূপে ফেরে সাম্বার দেশ। শুধু তাই নয়, ’৯৪ থেকে ২০০২ টানা তিনটি বিশ্বকাপের ফাইনালে খেলে ব্রাজিল।



এরমধ্যে ১৯৯৮ বাদে দুবার চ্যাম্পিয়ন। আধুনিক যুগে টানা এক যুগ ফাইনালে খেলার নজির আর কোন দেশের নেই। এরপর ২০০৬ জার্মান বিশ্বকাপ থেকে যেন আবারও ছন্দপতন! প্রায় অর্ধযুগের সংগ্রামের পর ফের কক্ষপথে ফিরেছে ব্রাজিলিয়ান ফুটবল।



রাশিয়ায় সফলতার আশায় : ঘরে মাঠে তো আর হলো না ব্রাজিলের। ঘরে মাঠে তাদের কখানো হবে কি? ১৯৫০ সালে মারাকানা স্টেডিয়ামে উরুগুয়ের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল। এরপর ২০১৪ সালে বাড়ল দুঃসহ স্মৃতি। যা এই প্রশ্নই আসবে সবার সামনে, ঘরে মাঠে কবে জিতবে ব্রাজিল?

দেশটির হয়ে তিন বার বিশ্বকাপ জেতেন ফুটবলে কালো মানিক খ্যাত পেলে। তিনি আশা করছেন, নেইমার-অস্কার-লুইজরা ২০১৮ সালে আরো পরিণত হবেন। তাই রাশিয়াই হোক ব্রাজিলের হেক্সা মিশন বাস্তবায়নের সঠিক স্থান।

(ওএস/পি/জুলাই ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test