E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অ্যান্ডারসন নতুন বিতর্কে ; শুক্রবার শুনানি

২০১৪ জুলাই ৩১ ১৭:৩৯:২৩
অ্যান্ডারসন নতুন বিতর্কে ; শুক্রবার শুনানি

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন একদিকে বল হাতে ভারতীয় ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করছে। অন্যদিকে মাঠে ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে অসাদাচরণও করে যাচ্ছেন তিনি।

রবিন্দ্র জাদেজার পর জেমস অ্যান্ডারসনের শিকার অজিঙ্কা রাহানে। টাইমস অব ইন্ডিয়া বিষয়টি নিশ্চিত করেছে।

সাউদাম্পটন টেস্টের চতুর্থ দিন রাহানের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন এই ইংলিশ পেসার। তবে শুরুটা করেন ডানহাতি পেসার অ্যান্ডারসন। অন ফিল্ড আম্পায়ার রড টাকার পরিস্থিতি সামলে নেয়।

এর আগে ট্রেন্টব্রিজে প্রথম টেস্ট চলাকালে জাদেজা ও অ্যান্ডরসনের মধ্যে ধাক্কাধাক্কি হয়। একইসঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন তারা।

প্রথমে জাদেজার এলবিডব্লিউ-র আবেদন নাকচ করায় ভারতের বাঁ-হাতি অল-রাউন্ডারকে কটূক্তি করেছিলেন অ্যান্ডারসন ৷ পাল্টা জবাব দেয় জাদেজা।

এই ঘটনায় জাদেজা আইসিসি-র কোড অফ কনডাক্ট লঙ্ঘন করেন ৷ তাই তার ৫০ শতাংশ ম্যাচ-ফি কেটে নেয় আইসিসি।

এদিকে, শুধু জাজেদারই নয়, শাস্তি হতে পারে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনেরও। আগামীকাল শুক্রবার সাউদাম্পটনে অ্যান্ডারসনের শুনানি অনুষ্ঠিত হবে ।

(ওএস/পি/জুলাই ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test