E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে ফুটবল ম্যাচ নিয়ে সংঘর্ষে আহত ৩০, আটক-২৪

২০১৪ জুলাই ৩১ ১৯:১২:১৭
গোপালগঞ্জে ফুটবল ম্যাচ নিয়ে সংঘর্ষে আহত ৩০, আটক-২৪

স্পোর্টস ডেস্ক, ঢাকা : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ২৪ জনকে গ্রেফতার করেছে।

ঈদের পরের দিন বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ভোজরগাতী ও কাঠি গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলে প্রায় দেড়’ঘন্টা। এসময় গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। বেলা ১১ টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৭ রাউন্ড রাবার বুলেট ও ১ রাউন্ড কাদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। সংঘর্ষ চলাকালে পুলিশ ঘটনাস্থল থেকে ১২ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ জাকির হোসেন মোল্লা ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, ঈদ উপলক্ষে গত বুধবার সকাল ৯ টায় ভোজরগাতী হাই স্কুল মাঠে কাঠি ও ভোজরগাতী গ্রামের যুবকদের মধ্যে ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলা শুরুর আগেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে ওই দুই গ্রামের ৪/৫ শত লোক দেশীয় অস্ত্র-শস্ত্র ও ইটপাটকেল নিয়ে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের ভোজরগাতী ব্রীজের ওপর সংঘর্ষে লিপ্ত হন। দেড় ঘন্টা ব্যাপী এ সংঘর্ষে ইটের আঘাত ও রামদায়ের কোপে অন্তত ৩০ জন আহত হয়। আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

অপরদিকে, আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া বাসস্টান্ডে ভ্যান রাখা নিয়ে চন্দ্রদিঘলীয়া ও পাইককান্দি ইউনিয়নের ভ্যান শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ১২ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন মোল্যা জানিয়েছেন, এসব ঘটনায় উভয় স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

(এমএইচএম/পি/জুলাই ৩১, ২০১৪)


পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test