E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শনিবার সাকিব ইস্যু নিয়ে বিসিবির কার্যক্রম শুরু

২০১৪ আগস্ট ০১ ১৭:০৯:০৪
শনিবার সাকিব ইস্যু নিয়ে বিসিবির কার্যক্রম শুরু

স্পোর্টস ডেস্ক : খারাপ অঙ্গ-ভঙ্গির কারণে ৬ মাস নিষিদ্ধ রয়েছেন সাকিব আল হাসান। তবে নিষেধাজ্ঞা কমিয়ে আনতে ক্রিকেট বোর্ডের কাছে সুপারিশ করেছেন সাকিব।

গত ২০ জুলাই অতীতের ভুল স্বীকার করে ক্ষমা চান তিনি। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও সাকিবের আবেদন পূণর্বিবেচনা করবেন বলে জানান। ঈদের আগে রাজধানীর এক হোটেলে বিসিবি সভাপতি জানিয়েছিলেন, ঈদের পর যতদ্রুত সম্ভব বোর্ড মিটিং ডেকে সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বোর্ড মিটিংয়ের তারিখ এখনো ঠিক হয়নি। ঈদ শেষে বিসিবির কার্যক্রম শুরু হবে শনিবার।

শোনা যাচ্ছে, সামনের সপ্তাহের যেকোন একদিন বোর্ড সভাপতি মিটিং কল করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘বোর্ড সভার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে মিটিং হবে। আশা করছি আগস্টের প্রথম সপ্তাহে সভা হতে পারে।’

এদিকে, ভেতরের খবর সাকিবের আবেদন করার দুদিন পর অর্থ্যাৎ ২২ জুলাই প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও শাস্তি কমিয়ে দেবার জন্যে অনুরোধ করেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিব নেই। কিন্তু অক্টোবরে দেশে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে সাকিবকে দলে চান শ্রীলঙ্কান এই কোচ।

সাকিবের ছয় মাসের শাস্তি তিন মাসে কমিয়ে আনার সম্ভবনা রয়েছে। তবে জিম্বাবুয়ে সিরিজ খেলতে দেওয়া হবে, না শুধু ঘরোয়া লিগে খেলার অনুমতি দেওয়া হবে- এ নিয়ে বিসিবি পরিচালকদের মধ্যে মতপার্থক্য রয়েছে।

শাস্তির বিষয়ে সিদ্ধান্ত আসতে দেরি হলেও অনুশীলনে বাধা নেই সাকিবের। শনিবার থেকেই ব্যাট-বল হাতে নিতে পারবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

(ওএস/এটিঅার/অাগস্ট ০১, ২০১৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test