E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আলোচনায় বসবে বিসিবি

২০১৪ আগস্ট ০২ ১১:৫০:৪১
আলোচনায় বসবে বিসিবি

স্পোর্টস ডেস্ক : ঈদের ছুটি শেষে ক্রিকেটাররা মাঠে ফিরেছেন আজ শনিবার। তবে এদিনে কোনো অনুশীলন হবে না।

দুপুর ২টায় ক্রিকেটারদের নিয়ে ম্যানেজমেন্ট, নির্বাচক ও কোচিং স্টাফের সদস্যরা জরুরি আলোচনায় বসবেন। ঈদের ছুটিতে কোচ চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশেই ছিলেন। আলোচনার পর জিম করার মধ্য দিয়ে শেষ করবেন ক্রিকেটাররা। এর আগে ১ জুলাই থেকে টানা ২৪ দিন কোচ হাথুরুসিংহের অধীনে অনুশীলন চলে।

২৪ জুলাই ক্রিকেটারদের ছুটি ঘোষণার দিনে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার জরুরি আলোচনায় প্রাথমিক দলে থাকা ২৪ ক্রিকেটার উপস্থিত থাকবেন।

বিসিবির একটি সূত্র জানায়, ক্রিকেটারদের দলের প্রতি দায়িত্ববোধ, সাম্প্রতিক সময়ে দলের বাজে পারফরম্যান্স নিয়ে আলোচনা, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্রিকেটারদের করণীয় এবং ভালো পারফর্ম করতে সবাইকে তাদের দায়িত্ব সম্পর্কে অবহিত করা ও অনুপ্রাণিত করাই আনোচনার উদ্দেশ্য। পুরোদমে অনুশীলন শুরু হবে রোববার।

এদিকে, ২৮ জুন বিসিবি ঘোষিত ২৫ সদস্যের প্রাথমিক দলে অলরাউন্ডার সাকিব আল হাসানও ছিলেন। পরে নিষেধাজ্ঞার কারণে তিনি দলের সঙ্গে একদিনও অনুশীলন করতে পারেননি। ছুটির পর অনুশীলন করার সম্ভাবনা রয়েছে সাকিবের। ১৩ আগস্ট ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছাড়বেন মুশফিকুর রহিমরা। ২০ আগস্ট গ্রেনাডায় প্রথম, ২২ আগস্ট একই ভেন্যুতে দ্বিতীয় ও ২৫ আগস্ট সেন্ট কিটসে তৃতীয় ও শেষ ওয়ানডে। ২৭ আগস্ট একই ভেন্যুতে একমাত্র টি ২০ এবং ৫ সেপ্টেম্বর প্রথম টেস্ট ও ১৩ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে। ওয়ানডে সিরিজ শেষে টেস্ট দল ঘোষণা করবে বিসিবি।

ওয়ানডে দল : মুশফিকুর রহিম (অধিনায়ক/উইকেটরক্ষক), তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, শামসুর রহমান, রুবেল হোসেন, নাসির হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, আবদুর রাজ্জাক, মাশরাফি মুর্তজা, সোহাগ গাজী, তাসকিন আহমেদ, ইমরুল কায়েস ও আল-আমিন হোসেন

(ওএস/এটিআর/আগস্ট ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test