E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৪ লাখ ডলারে বিক্রি মুহাম্মদ আলীর গ্লাভস

২০১৪ আগস্ট ০২ ১৩:০১:৩৭
৪ লাখ ডলারে বিক্রি মুহাম্মদ আলীর গ্লাভস

স্পোর্টস ডেস্ক, ঢাকা : মুষ্টিযোদ্ধা মুহাম্মদ আলী ১৯৭১ সালে তার বিখ্যাত ম্যাচে যে গ্লাভস পরেছিলেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন, সেটি নিলামে প্রায় চার লাখ ডলারে বিক্রি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা সেই গ্লাভস জোড়া কেনেন।

সেই ম্যাচে মুহাম্মদ আলী তার সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী জো ফ্রেজিয়ারের কাছে পরাজিত হন। কিন্তু পরে ১৯৭৪ এবং ১৯৭৫ সালে দু’বার তিনি ফ্রেজিয়ারকে হারিয়ে বিশ্ব বক্সিং হেভিওয়েট শিরোপা জয় করেন।

মুহাম্মদ আলী ১৯৬৭ সালে ভিয়েতনামে আমেরিকার যুদ্ধের প্রতিবাদে সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানান, যেটা তখনকার আইনে দণ্ডনীয় অপরাধ। তার বিশ্ব শিরোপা কেড়ে নেওয়া হয়, বক্সিং থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয় এবং পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে, আপিল করার ফলে তাকে জেল খাটতে হয়নি।

নিষেধাজ্ঞা শেষে ১৯৭০ সালে আবার বক্সিংয়ে ফেরার পর, জো ফ্রেজিয়ারের সঙ্গে ‘ফাইট অফ দ্য সেঞ্চুরি’ ছিল আলীর দ্বিতীয় ম্যাচ।

(ওএস/পি/অাগস্ট ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test