E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তিন নম্বরে উঠে আসলেন হাশিম আমলা

২০১৪ আগস্ট ০২ ১৩:০৬:৫৮
তিন নম্বরে উঠে আসলেন হাশিম আমলা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : টেস্ট ব্যাটসম্যানের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার নবনিযুক্ত টেস্ট অধিনায়ক হাশিম আমলা। রেটিং পয়েন্ট ৮৭৮।

শীর্ষে রয়েছেন আমলার স্বদেশি এ বি ডিভেলিয়ার্স। উইকেট রক্ষক এই ব্যাটসম্যানের রেটিং পয়েন্ট ৮৯৯। দুই নম্বরে আছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তার রেটিং পয়েন্ট ৮৮৯।

শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে শতক হাঁকান হাশিম আমলা। প্রথম ইনিংসে ১৩৫ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় ইনিংসে ২৫ রান করেন তিনি। কলম্বো টেস্টে ৩৪ পয়েন্ট অর্জন করেন ডানহাতি এই ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার ওয়ার্নার (৮৭১) ও ওয়েস্ট ইন্ডিজের শিবরায়ন চন্দ্ররপলকে (৮৫৪) পেছনে ফেলে তিনে উঠে আসেন আমলা।

এদিকে টেস্টে ক্যারিয়ার সেরা পজিশনে উঠে এসেছেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস (৮২৭)। ছয় নম্বরে অবস্থান করছেন এই অলরাউন্ডার। এরপর রয়েছেন মিসবাহ-উল-হক (৮২৪), মাইকেল ক্লার্ক (৮১৮), রস টেইলর (৭৯৫) ও চতেশ্বর পূজারা (৭৭১)।

এই তালিকায় বাংলাদেশের সাকিব আল হাসানের অবস্থান ৩২ নম্বরে। রেটিং পয়েন্ট ৫৯৪।

(ওএস/পি/অাগস্ট ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test