E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশ ত্যাগের ইঙ্গিত দিলেন ল্যাম্পার্ড!

২০১৪ আগস্ট ০২ ১৩:২৪:১৯
দেশ ত্যাগের ইঙ্গিত দিলেন ল্যাম্পার্ড!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : লিভারপুল অধিনায়ক স্টিভেন জেরার্ডও সাবেক সতীর্থ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের পদাঙ্ক অনুসরণ করে দেশের বাইরে পাড়ি জমাতে পারেন। ইংল্যান্ড ছাড়তে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন জেরার্ড নিজেই।

ল্যাম্পার্ড যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের দল নিউইয়র্ক সিটি ফুটবল ক্লাবে যোগ দিতে চেলসির বর্নাঢ্য ক্যারিয়ারে ইতি টেনেছেন। দলটি ২০১৫ সালে প্রথমবার মেজর লীগে খেলবেন। আর এ জন্য নতুন এ দলটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন ল্যাম্পার্ড।

ব্রাজিল বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়া জেরার্ড ১৯৯৮ সাল থেকেই লিভারপুলের হয়ে খেলে আসছেন। প্রিমিয়ার লীগে এ পর্যন্ত দলটির হয়ে ৪৭৫ ম্যাচে ১১১ গোল করেছেন তিনি।

লিভারপুলের সঙ্গে এখনো এক বছরের চুক্তি রয়েছে ৩৪ বছর বয়সী জেরার্ডের। বর্তমান ক্লাবের সেঙ্গ চুক্তির মেয়াদ শেষ হলে মেজর লীগ সকালে খেলতে পারেন বলে আভাস দিয়েছেন তিনি। লিভারপুলের মৌসুম পুর্ব অনুশীলনে যুক্তরাষ্ট্রে থাকাকালীন এমন আভাস দেন তিনি। জেরার্ড সাংবাদিকদের বলেন, ‘কোন এক দিন এটা আমার বেলায় ঘটতে পারে, আমি জানিনা। সত্যিকারার্থে এ নিয়ে আমি এখনো কারো সঙ্গে কথা বলিনি কিংবা চিন্তা করিনি। হতে পারে একদিন আমি লিভারপুল ছেড়ে সংক্ষিপ্ত সময়ের জন্য এবং ভিন্ন কিছু করতে চেস্টা করতে পারি।’

এ সময় তিনি আরও বলেন, ‘আমি মনে করি ফ্রাঙ্ক একটা ভাল সিদ্ধান্ত নিয়েছেন। এই ৩৬ বছর বয়সেও তার একটা চমৎকার ক্যারিয়ার রয়েছে এবং ইংল্যান্ডে তার আর কিছু প্রমাণ করার বাকি আছে বলে আমি মনে করি না। চেলসির হয়ে তিনি অনেক রেকর্ড ভেঙ্গেছেন এবং দলটির হয়ে তিনি সব কিছুই জয় করেছেন। আমি মনে করি এ দল বদল তার জন্য সঠিক একটি সিদ্ধান্ত। তবে আমি এখনো এ বিষয়ে খুব বেশী চিন্তা করিনি।’

চেলসির সঙ্গে জেরার্ডের চুক্তির মেয়াদ এখনো এক বছর বাকি আছে। তবে আরো চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি গোপন করেননি তিনি। অদুর ভবিষ্যতে নতুন চুক্তির বিষয়ে আলোচনা হবে বলে আশা করছেন তিনি। ডেইলি টেলিগ্রাফ পত্রিকাকে জেরার্ড বলেন, ‘ব্রেন্ডান দুইবার বিষয়টি গণমাধ্যমের সঙ্গে আলোচনা করেছেন। কিন্তু এখনো আমার সঙ্গে কোন কথা বলেননি। আমি নিশ্চিত যে ভবিষ্যতে আমাদের মধ্যে আলোচনা হবে। তবে এ জন্য আমাদের অপেক্ষা করতে হবে ।’

(ওএস/পি/অাগস্ট ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test