E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টোরেসকে বিক্রি করবেন না মরিনহো!

২০১৪ আগস্ট ০২ ১৩:৩৯:১৪
টোরেসকে বিক্রি করবেন না মরিনহো!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : মরিয়া এ্যাটলেটিকো মাদ্রিদ চেলসির স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্ডো তোরেসকে পেতে। তবে ইংলিশ প্রিমিয়ার লীগের দল চেলসির কোচ হোসে মরিনহো সরাসরি জানিয়ে দিয়েছেন যে এখনই টোরেসকে বিক্রি করবেন না তিনি।

চলতি মৌসুমেই চেলসিতে যোগ দিয়েছেন এ্যাটলেটিকো মাদ্রিদের তারকা ফুটবলার দিয়াগো কষ্টা। আর সেজন্যই চেলসির তোরেসকে পুনরায় নেয়ার ব্যাপারে আগ্র প্রকাশ করে এ্যাটলেটিকো মাদ্রিদ। কিন্তু তাদের প্রস্তাবকে প্রত্যাখান করেছেন সাবেক রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ কোচ মরিনহো। এ বিষয়ে তিনি বলেন, ‘টোরেসকে এই গ্রীষ্মে বিক্রি করা হবে না। তার বিষয়ে আগামী মৌসুমে সিদ্ধান্ত নেয়া হবে। দলে তিনজন স্ট্রাইকার থাকা একটি মৌলিক বিষয়। আমাদের তিন জন স্ট্রাইকার রয়েছে। ফার্নান্ডো তোরেস তাদেরই একজন।’

বিশ্বফুটবলে যে কজন সফল কোচ রয়েছেন, তাদের একজন মরিনহো। চেলসি, ইন্টার মিলান এবং রিয়াল মাদ্রিদের মতো ক্লাবকে সাফল্যের জোয়াড়ে ভাসিয়েছেন তিনি। গত মৌসুমে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে বিদায় বলে আবারও নতুন করে ঠিকানা গড়েন পুরোনো ক্লাবে। গত মৌসুমে তার অধীনে চেলসি ৫৭টি ম্যাচ খেলে তার ৩৫টিতেই জয়ের দেখা পেয়েছে। এছাড়া ১০টিতে ড্র ও ১২ ম্যাচে হেরেছে তার দল।

তবে ইংলিশ প্রিমিয়ার লীগে মৌসুমের শুরু থেকেই বেশ ভালো অবস্থানে ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে টপকিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জিতে ম্যানচেষ্টার সিটি। এর ফলে লিভারপুল দ্বিতীয় ও তৃতীয় হয় মরিনহোর চেলসি। গত মৌসুমে লীগ শিরোপা জিততে না পারলেও এবার বেশ আশাবাদী এই স্পেশাল ওয়ান। দলও সাজিয়েছেন নিজেদের পছন্দ মতো করে। এ্যাটলেটিকো মাদ্রিদের দিয়াগো কস্টা, বার্সিলোনার চেস ফ্যাব্রিগাস ও আইভরিকোস্টের দিদিয়ের দ্রগবাকে দলে ডেকেছেন তিনি।

আর এই দল নিয়ে দারুণ সন্তুষ্ট মরিনহো। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাদের ভাল একটি দল রয়েছে। একটি সঠিক দলে ১৭ নয় ১৮ জন খেলোয়াড় থাকতে হয়।’ গুঞ্জন উঠেছে ৪০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে প্যারিস সেন্ট জার্মেই থেকে এডিনসন কাভানিকেও নাকী দলে আনছে চেলসি।

(ওএস/পি/অাগস্ট ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test