E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফিফার বিরুদ্ধে ১০ হাজার কোটি টাকার মামলা!

২০১৪ আগস্ট ১৬ ১৭:১৩:১৮
ফিফার বিরুদ্ধে ১০ হাজার কোটি টাকার মামলা!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : একজন আইনজীবি বিশ্বকাপে বাজে রেফারিংয়ের কারণে ফিফার বিরুদ্ধে ১০ হাজার কোটি টাকা সমমূল্যের মামলা করেছেন। বাজে রেফারিং এর কারণে প্রথম থেকেই আলোচনায় ছিল ব্রাজিল বিশ্বকাপ। এ জন্য অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে ফিফাকে। এবার সমালোচনার সাথে সাথে বাজে রেফারিংয়ের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করা হয়েছে। মামলাটি করেছেন কলম্বিয়ার একজন আইনজীবী। মামলাটি জনস্বার্থে করলেও মূলত বাজে রেফারিংয়ের কারণে হার্ট অ্যাটাকের শিকার হয়ে হাসপাতালে ভর্তির ও মানসিক ক্ষতির জন্য আরিউইলো জেমিনেজ ১০ হাজার কোটি টাকার (১ বিলিয়ন ইউরো) ক্ষতিপূরণ মামলা করেন।

স্বাগতিক ব্রাজিল ও কলম্বিয়া কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল। ম্যাচে দু’পক্ষই শারিরিক ফুটবল খেলে। কিন্তু রেফারি ঠিকঠাকভা ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারেননি। প্রচুর ফাউল হয় ওই ম্যাচে। কিছু বাজে ট্যাকেলের শিকার হন কলম্বিয়ার জেমস রদ্রিগেজ। আর এই জন্যই আবেগ-আপ্লুত হয়ে হার্ট অ্যাটক করেন জেমিনেজ। তাকে হাসপাতালেও থাকতে হয়ে ছিল বেশ কদিন।

কলম্বিয়ার ডিফেন্ডার জুয়ান জুনিগার ট্যাকলে নেইমারের কোমরে মারাত্নক টোচ পাওয়ার অনেক ব্রাজিলিয়ানও এমন সমস্যার শিকার হয়েছিলেন। মামলার ব্যাপারে জেমিনেজ বলেন, ‘ব্রাজিল বিশ্বকাপ শেষ। ওখানে বাজে রেফারিংয়ের কারণে অনেক দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে কলম্বিয়াও আছে। তাই আমি কলম্বিয়ার বিচার বিভাগে ফিফার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছি।’

‘ফিফার রেফারিরা চিলি, কোস্টারিকা, উরুগুয়ে, কোস্টারিকা ও ইংল্যান্ডকেও হতাশ করেছে’-যোগ করে জেমিনেজ। মামলা জিতলে ক্ষতিপূরণের টাকা কলম্বিয়ার রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবেন জেমিনেজ। যা দিয়ে শিশুদের সাহায্য করা হবে। এটা দারুণ মজার যে, বিশ্বকাপের বাজে রেফারিরা শিশুদের সাহায্য করতে পারছে।

(ওএস/পি/অাগস্ট ১৬, ২০১৪)


পাঠকের মতামত:

০৩ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test