E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মার্তেসেকার

২০১৪ আগস্ট ১৬ ১৭:১৭:৫৫
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মার্তেসেকার

স্পোর্টস ডেস্ক, ঢাকা : তিনি জার্মানির বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন শোয়েনস্টাইগার-মুলারদের সঙ্গে। কিন্তু ২৯ বছরেই আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই জানালেন পার মার্তেসেকার। ক্লাব ফুটবলে বেশি মনোযোগ দিতেই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্রাজিলে বিশ্ব জয়ের পর ফিলিপ লাম ও মিরোস্লাভ ক্লোসার পথ অনুসরণ করলেন মার্তেসেকার। বিদায় বললেন জার্মান জাতীয় দলকে।

২০০৪ সালে জার্মানির জাতীয় দলের হয়ে অভিষেক ঘটে মার্তেসেকারের। এরপর মুলার-লামদের সঙ্গে জার্মানির হয়ে ১০৪টি ম্যাচে প্রতিনিধিত্ব করেন তিনি। নামের পাশে যোগ করেন ৪টি গোলও। ক্লাব ফুটবলে আর্সেনালের হয়ে খেলছেন তিনি। আগামীতে ক্লাবকে অনেক কিছু দিতে চান, দেশকে নয়! বিশ্বকাপ জয়ের পর বোধ হয় আন্তর্জাতিক ফুটবলে নতুন কোনো প্রত্যাশা নেই তার।

তাই সম্মান নিয়ে অবসরে যাওয়াকেই শ্রেয় মনে করেছেন মার্তেসেকার, ‘এই মুহূর্তে আন্তর্জাতিক ফুটবলে আমার চাওয়ার আর কিছুই নেই। বিশ্বকাপটা জিতলাম। আমার জায়গায় নতুনরা আসুক। ক্লাব ফুটবলে বেশি মনোযোগী হতে চাই।’


(ওএস/পি/অাগস্ট ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test