E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ক্যাসিয়াস সব সময়ই বিশ্বসেরা : রোনালদো

২০১৪ আগস্ট ১৭ ১৮:২২:৩০
ক্যাসিয়াস সব সময়ই বিশ্বসেরা : রোনালদো

স্পোর্টস ডেস্ক : একসময় গোলপোস্টের নিয়ে তিনি ছিলেন আস্থার প্রতীক হিসেবে। প্রতিপক্ষের সব আক্রমণ প্রতিহত করতেন চীনের দেয়ালের মতো। তবে সময়ের তালে কিছুটা হারিয়েছে ছন্দ। ইকার ক্যাসিয়াসকে নিয়ে আড়ালে-আবডালে হয় সমালোচনাও। তবে তার রিয়াল সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো মনে করেন এমনটা ঠিক নয়। বরং তার কাছে ক্যাসিয়াস অতীতেও ভালো খেলেছেন, বর্তমানেও। তার মতে, স্প্যানিশ এই গোলরক্ষক সব সময়ই বিশ্বসেরা।

গত দুটি মৌসুম মোটেই ভালো কাটেনি ক্যাসিয়াসের। আর তাই ক্লাব ফুটবলে দিয়েগো লোপেজের কাছে তাকে রিয়াল মাদ্রিদের মূল একাদশের জায়গাটিও হারাতে হয়েছে। ক্লাব ফুটবল ছাড়াও গোলবারের নিচে নিজেকে মোটেই প্রমাণ করতে পারেননি বিশ্বকাপে চ্যাম্পিয়নের তকমা গায়ে লাগানো স্প্যানিশ দলের এই অধিনায়ক। তার এই ব্যর্থতায় পুরো দলকেও পড়তে হয়েছে চরম লজ্জাজনক পরিস্থিতিতে। গ্রুপপর্ব থেকে বর্তমান চ্যাম্পিয়নদের হতাশাজনক বিদায় অনেকেই খুব একটা ভালো চোখে দেখেনি। কিন্তু ক্যারিয়ারে সাম্প্রতিক এই হতাশা সত্ত্বেও আবার তার সামনে সুযোগ এসেছে রিয়ালের মূল একাদশে জায়গা করে নেয়ার। আসন্ন মৌসুমে লোপেজকে এসি মিলানের কাছে বিক্রি করার পরেই ক্যাসিয়াসকে নিয়ে আবার নতুন স্বপ্ন বুনতে শুরু করেছে সমর্থকরা। যদিও কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাসকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু রোনালদো মনে করেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষকের হাতেই রিয়াল নিরাপদে থাকতে পারবে। ক্যাসিয়াসের রয়েছে তিনটি চ্যাম্পিয়নস লিগ, দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং একটি বিশ্বকাপ জয়ের দারুণ এক অভিজ্ঞতা। রোনালদো বলেছেন, ‘বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষকের স্বীকৃতি ক্যাসিয়াসের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। সে সব সময়ই বিশ্বমানের খেলোয়াড়ই থাকবেন।

সেভিয়ার বিপক্ষে উয়েফা সুপার কাপ জয়ের মাধ্যমে রিয়াল এবারের মৌসুম শুরু করেছে। ম্যাচটিতে ২-০ গোলে জয়ী মাদ্রিদের পক্ষে দুটি গোলই করেছেন রোনালদো। পর্তুগিজ এই ফরোয়ার্ড বিশ্বাস করেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের জন্য নিজেদের আধিপত্য ধরে রাখার মিশন শুরু হলো এই শিরোপা জয়ের মাধ্যমে। রোনালদো বলেছেন, ‘আমাদের বর্তমান নিয়ে চিন্তা করতে হবে, ভবিষ্যত্ নয়। এই মূহুর্তে সামনে যা আছে সেটা নিয়েই ভাবতে হবে। আমরা ইউরোপিয়ান কাপ জয় করেছি, এটা দিয়ে শুরু হলো। এখন আমাদের কাজ চালিয়ে যেতে হবে। মৌসুমের শুরুটা জয়ের মাধ্যমে করায় আমরা বেশ সন্তুষ্ট।’

(ওএস/এইচআর/আগস্ট ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test