E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাকিবের বার্বাডোজই শিরোপা ঘরে তুললো

২০১৪ আগস্ট ১৭ ১৮:২৭:৪৩
সাকিবের বার্বাডোজই শিরোপা ঘরে তুললো

স্পোর্টস ডেস্ক, ঢাকা : সাকিব আল হাসান ক্রিকেট বোর্ড থেকে অনুমতি নিয়ে গেলে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে পারতেন। বার্বাডোজ ট্রাইডেন্টসে খেলার কথা ছিল তার। সিপিএলের প্রথম আসরেও বার্বাডোজের হয়ে মাঠে নেমেছিলেন বাঁহাতি এই অলরাউন্ডার। কিন্তু অনাপত্তিপত্র না পাওয়ায় খেলা হলো না দেশ সেরা এই অলরাউন্ডারের। ওয়েস্ট ইন্ডিজের পথে রওনা হয়েও লন্ডন থেকে সাকিবকে দেশে ডেকে আনে বিসিবি।

সাকিব খেলতে না পারলেও বার্বাডোজ ট্রাইডেন্টস ঠিকই সিপিএলে শিরোপা জিতেছে। ভাগ্যর নির্মম পরিহাসে বিদেশের মাটিতে আরেকটি শিরোপা উৎসব করা হলো না সাকিবের। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুবার শিরোপা জিতেন ।
রোববার বৃষ্টি বিঘ্নিত সিপিএলের ফাইনালে ম্যাচে বার্বাডোজ ট্রাইডেন্টস আট রানে গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে হারায়। টসে হেরে ব্যাটিং করতে নেমে বার্বাডোজ ছয় উইকেটে ১৫২ রান তুলে নেয়। ওপেনার ডোয়াইন স্মিথ ৫৯ ও পাকিস্তানের শোয়েব মালিক ৫৫ রান করেন।

ম্যাচ বৃষ্টির কবলে পড়লে বৃষ্টি আইনে গায়ানার নতুন টার্গেট ১৫.৫ ওভারে ১১৬ রান। সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে গায়ানা ১০৭ রানের বেশি করতে পারেনি। ম্যাচ সেরা নির্বাচিত হন শোয়েব মালিক।

(ওএস/পি/অাগস্ট ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test