E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

এশিয়ান গেমসের ফুটবল অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা

২০১৪ আগস্ট ১৭ ১৮:৩৬:৪১
এশিয়ান গেমসের ফুটবল অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : উপমহাদেশের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমস কোরিয়ার ইনচনে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। এ আসরে জন্য ২০ সদস্যের অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এশিয়াডের নিয়মে অনূর্ধ্ব-২৩ দলে সিনিয়ার কোটায় জায়গা পেয়েছেন জাতীয় দলের অধিনায়ক মামুনুল, আতিকুর রহমান মিশু ও ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া। ডেনমার্কে দ্বিতীয় বিভাগ লিগ খেলায় ব্যস্ত জামাল ৩ সেপ্টেম্বর ঢাকায় আসা নিশ্চিত করেছে বাফুফেকে।

এবার এশিয়ান গেমসে গোলরক্ষক যাচ্ছেন দু’জন- শহিদুল আলম সোহেল ও রাসেল মাহমুদ লিটন। রক্ষণভাগে জায়গা পেয়েছেন রায়হান হাসান, কেষ্ট কুমার বোস, ইয়াছিন খান, আতিকুর রহমান মিশু, তপু বর্মণ, টুটুল হোসেন বাদশা ও ইয়ামিন আহমেদ মুন্না। মধ্য মাঠে থাকছেন সোহেল রানা, মামুনুল ইসলাম মামুন, আতিকুর রহমান ফরহাদ, মোহাম্মদ এ এস ইউসুফ সিফাত, ওমর ফারুক বাবু ও জামাল ভূঁইয়া। আক্রমণভাগে থাকছেন আমিনুর রহমান সজিব, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, ওয়াহেদ আহমেদ, তকলিস আহমেদ ও জুয়েল রানা।

দলের সঙ্গে যাচ্ছেন টিম ম্যানেজার হিসেবে আমিরুল ইসলাম বাবু, প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ, সহকারী কোচ রেনে কোস্টার ও একেএম সাইফুল বারী টিটু।

(ওএস/পি/অাগস্ট ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test